Agriculture Law
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: কৃষি আইন বাতিল করা হবে বলে শুক্রবার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তারপরই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে মিছিল করে তৃণমূল। শনিবার মেদিনীপুর শহরে মিছিল করে। তৃণমূলের দাবি, কৃষকদের দীর্ঘ আন্দোলনে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে বিজেপি সরকার।
আরও পড়ুন:- পুলিশের নজরদারি সত্ত্বেও মেদিনীপুর গ্রামীণে অসাধু উপায়ে বালি তোলার অভিযোগ
প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করে কৃষকদের সাথে তৃণমূল ছিল বলেও দাবি। এদিন শহরের বিভিন্ন মোড় পরিক্রমা করে মিছিল। উপস্থিত ছিলেন, জেলা সভাপতি সুজয় হাজরা, অজিত মাইতি, বিশ্বনাথ পাণ্ডব, সন্দীপ সিংহ সহ অন্যান্যরা। সুজয় হাজরা বলেন, কৃষক আন্দোলনে কেন্দ্রের বিজেপি সরকার পিছু হটতে বাধ্য হয়েছে।
Agriculture Law
আরও পড়ুন:- বিদ্যুৎ নিয়ে চুপ রাজ্য সরকার! বিদ্যুৎ বিল-2021 প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মেদিনীপুরে
আরও পড়ুন:- মেদিনীপুর সদরে দিনমজুর লটারিতে পেল কোটি টাকা, আতঙ্কে সপরিবার আশ্রয় নিল কোতয়ালী থানায়
তিনি দাবি করেন, কৃষি আইন প্রত্যাহারের আইনি ব্যবস্থা অবিলম্বে শুরু করুক সরকার। আন্দোলনে অংশ নেওয়ায় কয়েকশ কৃষক প্রাণ হারান এবং বিজেপির হাতেও খুন হতে হয়েছে। দোষীদের শাস্তির দাবি সহ মৃত ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি ওঠে মিছিলে। পাশাপাশি ধেড়ুয়াতে অভিনন্দন মিছিল করে এসইউসিআই। উপস্থিত ছিলেন, স্বপন পাত্র, স্বপন মাজী প্রমুখ।
আরও পড়ুন:- বিজেপি কর্মী খুনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এসে মন্তব্য শুভেন্দুর
আরও পড়ুন:- ‘আন্দোলনই দাবি আদায়ের পথ’, কৃষি আইন বাতিলের ঘোষণায় মেদিনীপুরে মিছিল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Agriculture Law
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper:. The Prime Minister announced on Friday that the Agriculture Law would be repealed. Then the Trinamool marched across the West Midnapore district. A procession was held in Medinipur town on Saturday. Trinamool claims that the BJP government is being forced to repeal the agricultural law in a long movement of farmers.
He also claimed that there were grassroots with the farmers who opposed this law from the very beginning. On this day, the procession went around different corners of the city. District President Sujoy Hajra, Ajit Maiti, Bishwanath Pandav, Sandeep Singh, and others were present. Sujoy Hazra said that the BJP government at the center force to retreat in the peasant movement.
He demanded that the government should immediately start legal action to repeal the agricultural law. Hundreds of peasants lost their lives in the movement and kill by the BJP. Demands for the punishment of the guilty and compensation of the dead and injured farmers raise in the procession. Besides, SUCI held a congratulatory procession in Dherua. Swapan Patra, Swapan Maji etc. were present.