ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পুলিশি সন্ত্রাসের অভিযোগে আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছিল সোমবার। নেতৃত্বে দিলীপ ঘোষ। তবে তাদের এই কর্মসূচিতে কোনরকম বিশৃঙ্খলা হতে পারে আশঙ্কা করে নজিরবিহীন নিরাপত্তা তৈরি করা হয়েছিল জেলা পুলিশ অফিস চত্বরে। তবে বেলা শেষে দেখা যায় নির্ধারিত সময়েরও এক ঘণ্টা পরে দিলীপ ঘোষ গুটিকয়েক লোক নিয়ে হাজির হলেন পুলিশ অফিসে। যেখানে আগত লোক সংখ্যা থেকে অনেক বেশি পরিমাণে ছিল পুলিশ কর্মীর সংখ্যা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
রবিবার থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস চত্বরকে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছিল। লাগানো হয়েছিল একাধিক নতুন সিসি ক্যামেরা। ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছিল সমস্ত পুলিশ অফিস চত্বর সোমবার সকাল থেকে। বিজেপির দেওয়া কর্মসূচি ১০ টায় থাকলেও, তেমন কর্মী-সমর্থক না জোটার কারণে কয়েক ঘন্টা পার করে কর্মসূচি পালন করতে হয়েছে যুব মোর্চাকে। সেই নিয়ে এই কর্মসূচির শুরুতে করা সভাতে পুলিশকে আক্রমণ করেছেন বিজেপির সাংস দিলীপ ঘোষ।
Paschim Medinipur
আরও পড়ুন : হাতির পালকে সরিয়ে ফসল বাঁচাতে রেঞ্জারের পায়ে ধরলেন মহিলা
আরও পড়ুন : হাতির হানায় ব্যাপক ক্ষতি, বিক্ষোভ, পথ অবরোধ
দিলীপ ঘোষ বলেন, “তুমি কোন হরিদাস পাল হে পুলিশ সুপার? তুমি যাকে ইচ্ছা পারমিশন দেবে, যাকে ইচ্ছা দেবে না! একটা রেপ কেসের আসামি। যে ব্যানার্জি পরিবারের গুষ্ঠি শুদ্ধ চোর, তাদের চামচামি করছো। নিজে তো করছই নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎটাও নষ্ট করছো। এখানেও জায়গা হবেনা নরকেও জায়গা হবে না তোমাদের। আমাদের কর্মীরা যাতে আসতে না পারে তার জন্য বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে পুলিশ। বাস যাতে কর্মীদের না নিয়ে আসে সেজন্য বাস ইউনিয়নকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ফলে পুলিশ সফল হয়েছে। আমাদের কর্মীরা সকলে আসতে পারেনি।”
এদিন নির্ধারিত সময় দশটায় থাকলেও পর্যাপ্ত কর্মীর সংখ্যা না পেয়ে বেলা বারোটার পর এই বিক্ষোভ মিছিল শুরু হয় মেদিনীপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে। কয়েকশো পুলিশকর্মী পুলিশ অফিসের সামনে থাকলেও গুটিকয়েক লোকজন নিয়ে হাজির হন দিলীপ ঘোষ সহ বিজেপি যুব মোর্চার কর্মীরা। তেমন কোনো জোরালো আইন অমান্য না করেই পাঁচ মিনিট দাঁড়িয়ে কর্মীদের নিয়ে প্রতীকী আইন অমান্য ছেড়ে বেরিয়ে যান বিজেপি নেতাকর্মীরা। তবে ওই পর্বে অনেকটা দূরেই আলাদাভাবে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “বিজেপির আজকের কর্মসূচি একেবারেই ফ্লপ। এর থেকে এসইউসিআই-এর সভাতে অনেক বেশি লোক হয়। ওদের বিশ্বাসযোগ্যতা লেবেনচুসের পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ ওদের সঙ্গে আর নেই এটা পরিষ্কার দিলীপ ঘোষ নিজেও বুঝে গেছে আজ।”
আরও পড়ুন : অবৈধভাবে বালি তোলার অভিযোগে গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের
আরও পড়ুন : হাসপাতালে দেখা মেলে না সিনিয়র চিকিৎসকদের! মেয়েকে বাঁচাতে মন্ত্রীর পা ধরলেন বাবা-মা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper