Home » Ghatal Food Festival : ঘাটালের বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যালে চমক, উচ্ছ্বসিত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা

Ghatal Food Festival : ঘাটালের বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যালে চমক, উচ্ছ্বসিত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘাটালের গম্ভীর নগর প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানকে সামনে রেখে ব্যপক উৎসাহের মধ্যে অনুষ্ঠিত হলো ফুড ফেস্টিভ্যাল। প্রকাশিত হলো বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা। সমগ্র অনুষ্ঠানে অভিভাবক ও পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অরূপ দাস জানান, “আজকাল মানুষজন নিজেরা এবং বাড়ির বাচ্চাদেরকে প্রচণ্ড পরিমাণে বাইরের খাবার, ফার্স্ট ফুড খাওয়াতে ব্যাস্ত, আমরা সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি যে কোনো বাইরের খবর নয়, সমস্ত খবর বাড়িতেই বানানো যায় এবং এই স্বাদযুক্ত খাবার বাড়ির যেকেউ খেলে শরীরের বিশেষ কোনো ক্ষতি হবে না।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Ghatal Food Festival
নিজস্ব চিত্র

বাইরের খাবার সম্পর্কে মানুষকে সচেতন করতেই আমাদের আজকের এই আয়োজন। অরুপবাবু বলেন স্কুলের বাচ্চারাই যে যার বাড়ির থেকে নানান পদের খাবার বানিয়ে নিয়ে এসেছে হট পটে করে। খাবারের তালিকায় ছিল ভেলপুরি, মাছের চপ, পকোড়া, চালের রুটি সহ মুখরোচক সব খাবার। তারপর নিজেরাই প্রদর্শনী করে মুখে মাস্ক পরে হাতে গ্লাভস পরে খাবার পরিবেশন করেছে ফুড ফেস্টিভালে উপস্থিত সকলকে। অরূপ বাবুর কথায় বাচ্চাদেরকে খাবার তৈরিতে উৎসাহ দেওয়া এবং বাড়ির মানুষদের বাইরের খাবারের অপকারিতা নিয়ে সচেতন করাই ছিল এই ফুড ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য। এদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এই ফেস্টিভ্যাল ছাড়াও উদ্বোধন করা হয় চরইবেতী নানের একটি দেওয়াল পত্রিকার।

Ghatal Food Festival

আরও পড়ুন : হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল চাঁদমণি

আরও পড়ুন : কোথাও এসকর্ট করে, কোথাও হুলা জ্বালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা

পত্রিকার উদ্বোধন করেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। সুমন বাবু ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের তথ্যসংস্কৃতি আধিকারিক ত্বানিশ্রী মাজী, বিদ্যালয়ের ঘাটাল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে, ঘাটাল পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অনুপ কুমার রায় সহ আরও অনেক বিশিষ্ঠ জনেরা। ঘাটালের মহকুমা শাসকসুমন বিশ্বাস বলেন ঘাটালের কোনো বিদ্যালয়ে এত বড় উদ্যোগ এই প্রথম, তার থেকেও বড় কথা ওই স্কুলে যে দেওয়াল চিত্রগুলি এঁকেছেন সেগুলিও অসাধারণ। শিক্ষক শিক্ষিকারা নিজে হাতে তা বানিয়েছেন। ইংরেজিতে এটাকে বলা হয় “বালা” অর্থাৎ বিল্ডিং উইথ লারর্নিং অ্যাডস।

আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Ghatal Food Festival

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.