Home » Primary Teacher : প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই চাকরি বাতিল! কড়া বিজ্ঞপ্তি জারি

Primary Teacher : প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই চাকরি বাতিল! কড়া বিজ্ঞপ্তি জারি

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রাথমিক শিক্ষকরা টিউশন করলেই এবার চাকরি বাতিল! এমনই কড়া বিজ্ঞপ্তি জারি করলো পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। দীর্ঘদিন ধরে সরকারিভাবে নির্দেশিকা জারি হলেও কিছু কিছু জায়গায় প্রাথমিক শিক্ষকরা বহাল তবিয়তে গৃহ শিক্ষকতা করেই চলেছেন। এবার সেই অভিযোগের রাশ টানতে কড়া নির্দেশিকা জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ। সরকারিভাবে ও আইন করে সরকারি স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো বন্ধের নির্দেশিকা বহুদিন আগেই জারি থাকলেও সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেক শিক্ষকরাই টিউশন পড়িয়ে যাচ্ছেন বহাল তবিয়তে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার। গৃহ শিক্ষক সংগঠন বারে বারে এই বিষয়ে আন্দোলন করে এসেছে। একদিকে প্রকৃত গৃহ শিক্ষকদের রুজি রুটিতে যেমন টান পড়ছে অন্যদিকে বেআইনিভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা টিউশন পরিয়ে সরকারি আইন অমান্য করছেন। পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল‍্যান সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি ইউনিটে রবিবার একটি আলোচনা সভা হয়। গত 18 জুলাই পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিশ জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান স হাবিবুর রহমান।

Primary Teacher

তিনি স্পষ্ট ভাষায় কড়া বার্তা দেন যে, সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশান করছেন তাদের অবিলম্বে বন্ধ করতে হবে। না হলে চাকরি বাতিল হবে। মাত্র 15 দিনের মধ‍্যে অবর বিদ‍্যালয় পরিদর্শকদের তদন্তের নির্দেশ দিয়েছেন। চেয়ারম্যান হাবিবুর রহমানের এই কড়া নির্দেশকে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল‍্যান সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি মহকুমা ইউনিট।পূর্ব মেদিনীপুর জেলা কো – অর্ডিনেটার দীপু খাঁন বলেন নির্বাচনের আগে আমরা চেয়ারম্যান সাহেবর কাছে দাবি রেখেছিলাম।

আরও পড়ুন : মেদিনীপুরে থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দিল সরকারি হোমের এক নাবালক

আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ

উনি বলেছিলেন আপনাদের দাবি সঠিক এই বিষয়ে আমি নির্বাচনের পরে আমি এই বিষয়টা দেখবো। চেয়ারম্যান সাহেব কথা দিয়ে কথা রেখেছেন এবং একটা নজিরবিহীন নির্দেশিকা জারি করেছেন শুধু আমাদের এই জেলা নয় সারা রাজ‍্যে আমাদের এর একটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন রাজ‍্যে গৃহ শিক্ষক নেতৃত্বরা। হাবিবুর রহমান সাহেবকে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল‍্যান সমিতির রাজ‍্য সভাপতি হীরালাল মন্ডল। পূর্ব মেদিনীপুর জেলার গৃহ শিক্ষকদের দাবি এইধরনের নোটিশ পূর্ব মেদিনীপুর জেলা মাধ‍্যমিক পর্ষদের ডি আই সাহেব নোটিশ জারি করুন।

এবং যে সমস্ত স্কুল শিক্ষকরা এখন ও প্রাইভেট টিউশান পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে প্রসাশন তদন্ত প্রক্রিয়া শুরু করলে আসল চিত্রটা সামনে এসে যাবে। কাঁথি মহকুমা গৃহ শিক্ষকরা আবার ও স্কুল শিক্ষকরা যে প্রাইভেট টিউশান ও কোচিং সেন্টারে অভিযান চালাবে বলে বলেন গৃহ শিক্ষক নেতৃত্বরা। আগামী দিনে এই নির্দেশিকা না মানলে বৃহত্তর আন্দোলনে নামবে গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। এই নির্দেশিকা কার্যকর হলে বহু প্রাথমিক শিক্ষকের চাকরি যাবে এমনটাই মনে করছেন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির কর্মকর্তারা।

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Primary Teacher

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.