Home » Elephant Attack : বিশ্বকর্মা পুজোর আগে শতাধিক হাতির তাণ্ডব মেদিনীপুর সদরে

Elephant Attack : বিশ্বকর্মা পুজোর আগে শতাধিক হাতির তাণ্ডব মেদিনীপুর সদরে

by Biplabi Sabyasachi
0 comments

Hundreds of elephant attack in Medinipur Sadar before Vishwakarma Puja.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এমনিতেই চল্লিশটির বেশি হাতি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জ এলাকার মধ্যে ছড়িয়ে ছিল। তাদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হচ্ছিল। তার মধ্যে শুক্রবার ভোরে নতুন করে থেকে ওই এলাকাতে প্রবেশ করে ৬০ টি হাতি। প্রবেশ করে তাণ্ডব চাষের জমিতে। শেষ সম্বল বাঁচাতে সারারাত হুলা নিয়ে মাঠেই রাত পাহারা দিলেন গ্রামবাসীরা। বনদপ্তর যোগালো রসদ। কলাইকুন্ডা রেঞ্জ এলাকা থেকে শুক্রবার ভোরে ৬০ টি হাতি প্রবেশ করেছিল মেদিনীপুর সদরে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Elephant Attack

ঝাড়গ্রাম জেলা থেকে তাড়া খেয়ে কলাইকুন্ডা হয়ে মেদিনীপুর সদর ব্লকের শুকনাখালি এলাকায় ডেরা বাঁধে। যাতায়াতের মাঝে অনেক রোওয়া ধানের জমি নষ্ট করে ফেলে। বনদপ্তর আগেই সতর্ক করে দিয়েছিল গ্রামবাসীদের। হাতিগুলি সারাদিন জঙ্গলের ভেতরে থাকলেও বিকেল হতেই বেরিয়ে পড়ে চাঁদড়ার হেতাশোল এলাকায়। মাঠে নেমে ধান খেতে থাকে। রাতে এই ক্ষতি বেশি হতে পারে বুঝতে পেরে গ্রামবাসীরা হাতিগুলিকে তাড়ানো শুরু করে। রাতে হাতিগুলি সেখান থেকে সরে গিয়ে ডুমুরকোটা, ডাইনমারি এলাকায় তাণ্ডব চালায়।

Elephant Attack

আরও পড়ুন : মেদিনীপুর শহরে ফুটপাতে দুর্ঘটনার পরই রণংদেহি মূর্তি নিয়ে রাস্তায় পৌরপ্রধান

নিজেদের ফসল বাঁচাতে কয়েকশ গ্রামবাসী হুলা হাতে বেরিয়ে পড়েন ফসল রক্ষা করতে। সারারাত গ্রামবাসীরা গ্রাম ও ফসল রক্ষা করতে মাঠেই কাটালেন। যতক্ষণ না হাতি গুলি দিনের আলো দেখে জঙ্গলে প্রবেশ করল। স্থানীয় বাসিন্দা রঞ্জিত মাহাত বলেন, “হাতির কারনে সকলেই রাতভর মাঠে থাকছি হুলা নিয়ে। যতক্ষণ হাতি মাঠের পাশে থাকবে ততক্ষণ আমাদের মাঠে থাকতে হবে। প্রয়োজনে সারারাত।” অপর বাসিন্দা গৌর মাহাতো বলেন, “বনদফতর মোবিল ও সামগ্রী দিয়েছে। সেসব নিয়ে হাতি তাড়াচ্ছি। সারারাত আমাদের হাতিকে তাড়াতে থাকতে হবে। না হলে সবটাই ক্ষতি হবে।”

আরও পড়ুন : মেদিনীপুর কলেজ রোডে ফাস্টফুডের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট দোকানের ৩ কর্মী, মৃত এক

আরও পড়ুন : বন্ধ বিদ্যালয়ে বাচ্চার কান্নার আওয়াজ! তোলপাড় মেদিনীপুর শহরে

পর্যাপ্ত বর্ষণের অভাবে এবার এমনিতেই চাষ কম হয়েছে। তারপর পুজোর মুখে হাতিদের উপস্থিতি দীর্ঘ ক্ষতি করবে এটা নিশ্চিত হয়ে গিয়েছে গ্রামবাসীরা। তাই পালা করে এবার বিভিন্ন গ্রামের লোকজন রাত জাগার প্রস্তুতি শুরু করে দিয়েছেন শনিবার থেকেই। অন্যদিকে কলাকুন্ডা রেঞ্জের সোনামুখী এলাকাতে শনিবার ভোরে রাস্তায় বের হওয়া টোটোতে হামলা করে হাতি ৷ ঠেলে রাস্তার পাশে থাকা ধান জমিতে নামিয়ে দিয়েছে। পালিয়ে রক্ষা টোটো চালকের। সেই সঙ্গে পাশের এলাকা বীরভাষাতে শুক্রবার সন্ধ্যায় একটি উচ্ছে বোঝাই পিকআপ ভ্যানে হামলা চালিয়েছিল হাতি। শনিবার ভোরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কলাইকুন্ডার ইঁন্দখাড়া প্রাথমিক বিদ্যালয়েও।

আরও পড়ুন : বিদ্যুতে ফিক্সড ও মিনিমাম চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহক সমিতির

আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠের রাস্তা বন্ধ করতে এসে বিক্ষোভে পড়লো প্রশাসন

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Elephant Attack

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.