Mamata Banerjee : পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রায় দেড় বছর পরে প্রশাসনিক বৈঠক করতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের শুরুতে প্রায় ৮২৫ কোটির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করেন তিনি। ১২৩ টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যার আর্থিক মূল্য ৪৮০ কোটি ৪৩ হাজার টাকা, ৬৬ টি প্রকল্পের শিলন্যাস করা হয়েছে, যার আর্থিক বরাদ্দ হয়েছে ৩৪৫ কোটি ১ লক্ষ ৭৬ হাজার টাকা। পশ্চিম মেদিনীপুরের জেলার পাঁচজন কৃষককে ‘কৃষকরত্ন’ উপহার দেওয়া হয়।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রায় দেড় বছর পরে প্রশাসনিক বৈঠক করতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ মাঠের অস্থায়ী হেলিপ্যাডে বেলা ১২ টা নাগাদ নেমে সামনেই থাকা প্রদ্যোত স্মৃতি সদনে সভাঘরে প্রশাসনিক বৈঠক করেন তিনি। যেখানে রাজ্য ও জেলার বিভিন্ন দফতরের আধিকারিক, মন্ত্রী, বিধায়ক, পুলিশ কর্তারা, বিডিও, মহকুমা শাসক, জেলা শাসক, পুলিশ সুপার হাজির ছিলেন।
আরও পড়ুন : “বিএ, এমএ পাস করে ছেলেরা কাঁটা বাঁশ কাটছে”, প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে জানালেন লোধা নেতা
প্রশাসনিক বৈঠকের শুরুতে প্রায় ৮২৫ কোটির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করেন তিনি। ১২৩ টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, যার আর্থিক মূল্য ৪৮০ কোটি ৪৩ হাজার টাকা, ৬৬ টি প্রকল্পের শিলন্যাস করা হয়েছে, যার আর্থিক বরাদ্দ হয়েছে ৩৪৫ কোটি ১ লক্ষ ৭৬ হাজার টাকা ৷ পশ্চিম মেদিনীপুরের জেলার পাঁচজন কৃষককে ‘কৃষকরত্ন’ উপহার দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া মিলিয়ে ৬৪ জন মাওবাদী আত্মসমর্পনকারি ও মাওবাদীদের হামলাতে ক্ষতিগ্রস্ত ৬৪ জনকে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : “নদীর ভাঙন আমার হাতে নেই, জলে টাকা ঢালতে পারব না এখন”, মেদিনীপুরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee
সভার শুরুতে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র একশো দিনের টাকা দিচ্ছে না। কবে দেবে তার ঠিক নেই, চারমাস বন্ধ করেছে। অন্যদিকে রান্নার গ্যাস, ডিজেল, পেট্রল, ঔষধের দাম বাড়িয়ে দিয়েছে। কাজ করে টাকা না পাওয়া শ্রমিকদের যাতে সমস্যায় পড়তে না হয় তার জন্য পুর্ত, জনস্বাস্থ্য কারিগরি, কৃষি, উদ্যানপালন, পঞ্চায়েত দফতর নিজেদের নিয়মিত করনীয় কাজগুলির জন্য একটি ক্রাইসিস ফান্ড তৈরি করুক।
সেই টাকা দিয়ে একশো দিনের প্রকল্পের কাজ গুলি ধারাবাহিক ভাবে করে যাক।” তিনি বলেন, এই সমস্ত দফতরে শ্রমিক প্রয়োজন হলে, যারা নিয়মিত একশো দিনের কাজ করে তাদের দিয়ে কাজ করান।” এদিন মুখ্যমন্ত্রী ঘাটাল ও মেদিনীপুরের বন্যা প্রসঙ্গে জেলা শাসককে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দেন ৷ তিনি বলেন, “বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলো। যে কোনো পরিস্থিতি যাতে মোকাবিলা করা যায় তার দিকে নজর রেখো।”
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে পিকুকে বাঁচাতে পথে শিক্ষকরা, শিক্ষা সংসদের চেয়ারম্যান দিলেন নিজের এক মাসের বেতন
সম্প্রতি খড়্গপুরে ক্রমবর্ধমান চুরি, ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে পুলিশের ওসিকে ধমক দিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। সেই সাথে নিয়মিত নাকা ও নজরদারির নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “খড়্গপুর ও মেদিনীপুর শহরকে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হোক। কড়া নজরদারি রাখুক সর্বত্র। রেল পথে বন্দুক সহ সমাজবিরোধীরা প্রবেশ করছে সীমান্ত পার হয়েছে। এজন্য আরও ৪০০ সিসিটিভি লাগানো হোক খড়্গপুর, মেদিনীপুরে।”
এদিন জেলার বিভিন্ন বিধায়ককে এক এক করে ডেকে কাজের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরে সেখান থেকে মেদিনীপুর শহরের উন্নয়নে ফুটপাত তৈরী ও নতুন করে সাজানোর পরামর্শ দেন তিনি। মেদিনীপুর শহরে একটি পেক্ষাগৃহ তৈরীর জন্য বিভাগীয় দফতরে নির্দেশ দেন। শালবনী স্টেডিয়ামকে মহিলা ফুটবল একাডেমী হিসেবে কাজ করার পরামর্শ দেন। সেই সাথে কর্ণগড়কে হেরিটেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
খড়্গপুরে সাইকেল হাব তৈরির কথা ঘোষণা করেছেন। যেখানে বিভিন্ন শিল্পপতিরা বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিচ্ছে না। তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করুন। দরকার হলে লাইসেন্স বাতিল করা হবে তাদের। সভা সেরে মেদিনীপুর শহরের বার্জটাউন এলাকাতে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের নতুন নির্মিত ভবন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
ক্লাবে গিয়ে ফিতে কেটে উদ্বোধন করার সাথে সাথে ক্লাবের সদস্যদের সাথে কথা বলেন। ক্লাব ঘরের নামকরণ করেছেন ‘স্বরবর্ণ’। মুখ্যমন্ত্রী রাতে থাকছেন মেদিনীপুর সার্কিট হাউসে। বুধবার বেলা ১১ টা নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে জেলার বুথ স্তরের কর্মীদের নিয়ে কর্মী সভা করবেন। পরে সেখানে থেকে হেলিকপ্টারে করে রওয়ানা দেবেন ঝাড়গ্রামে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore