বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিভিন্ন জঙ্গল থেকে দামি গাছ পাচার হয়ে যাচ্ছিল রাতের অন্ধকারে। চাঁদড়া, গোয়ালতোড়, পিড়াকাটা, লালগড় রেঞ্জ এলাকাগুলি থেকে গাছ পাচারের অভিযোগ ছিল। মূলত পুজোর আগে এই গাছ কেটে পাচারের ঘটনা বৃদ্ধি পায় প্রতি বছরই। তা আটকাতে এবার রাতে টহল শুরু করলো বনদপ্তর। শুধু মেদিনীপুর বনবিভাগ নয়, রূপনারায়ণ বনবিভাগের পক্ষ থেকেও রাতে টহল দেওয়া শুরু হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
উল্লেখ্য, ওই রেঞ্জ এলাকার জঙ্গলগুলি থেকে এর আগেও গাছ পাচারের ঘটনা ঘটেছিল। তাতে পিড়াকাটা থেকে এক যুবককে গ্রেফতারও করেছিল পুলিশ। বনদপ্তর থেকে জানা গিয়েছে, মেদিনীপুর বনবিভাগের চাঁদড়া, পিড়াকাটা, লালগড় রেঞ্জগুলি যৌথভাবে জঙ্গলে নজরদারি চালানোর পাশাপাশি রাস্তায় টহল দিচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে রূপনারায়ণ বনবিভাগের গোয়ালতোড় রেঞ্জ। বনকর্মীদের সঙ্গে নিয়ে রেঞ্জ অফিসাররা বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করেন। বৃহস্পতিবার রাতে চাউলপুড়া, ভীমপুর, পিড়াকাটা, লালগড়, গোয়ালতোড়ের বিভিন্ন জঙ্গল এলাকায় টহল দেয়।
Tree Smuggling
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
চাঁদড়ার রেঞ্জের আধিকারিক সৈকত বিশ্বাস বলেন, “বিগত বছরগুলিতে পুজোর আগে গাছ কেটে পাচারের ঘটনা বেশি লক্ষ্য করা যেত। এবারে যাতে তা আটকানো যায় তার জন্য পুজোর আগে চারটি রেঞ্জের যৌথ উদ্যোগে এই অভিযান চলছে।” যদিও এদিন কোন গাছ বাজেয়াপ্ত বা পাচারের ঘটনা ঘটেনি বলেই বনদপ্তর থেকে জানা গিয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু দলছুট হাতি রয়েছে। মাঝেমধ্যেই লোকালয়ে প্রবেশ করে ভেঙ্গে ফেলছে বাড়ি। রাতে টহলের ফলে সেদিকেও বাড়তি নজর দেওয়া সম্ভব হচ্ছে বলেই জানাচ্ছেন বনাধিকারিকরা।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Tree Smuggling
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper