Financial Fraud : বনকর্তার স্বাক্ষর ও সিল জাল করে তিন আদিবাসী মহিলার কাছ থেকে আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে জামবনি থানার পুলিশ পড়িহাটি থেকে তোতন বীর নামে এক জনকে গত বুধবার (২৫ মে) রাতে গ্রেফতার করে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বনকর্তার স্বাক্ষর ও সিল জাল করে তিন আদিবাসী মহিলার কাছ থেকে আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে জামবনি থানার পুলিশ পড়িহাটি থেকে তোতন বীর নামে এক জনকে গত বুধবার (২৫ মে) রাতে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৬ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
আরও পড়ুন : তমলুকে লটারিতে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী ব্যক্তি! পরের দিনই লটারিতে কোটিপতি প্রতিবেশী মৎস্যজীবি
বনদফতরের জমি পাট্টা দেওয়ার নাম করে অভিযুক্ত টাকা তুলেছিল বলে অভিযোগ আদিবাসী মহিলাদের। বনদফতর অভিযোগ পাওয়ার পরেই জামবনি থানায় গত ১৮ মে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। বুধবার তোতোনকে পড়িহাটি থেকে গ্রেফতার করে জামবনি থানার পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জামবনি থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে ।
আরও পড়ুন : গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, ধৃত স্বামী
ওই যুবকের বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত যুবক বন দফতরের জায়গা পাট্টা দেওয়ার নাম করে ওই তিন জন আদিবাসী মহিলার কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছিলেন। এছাড়াও বেশ কয়েক জনের কাছ থেকেও টাকা নিয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে জামবনি থানার পড়িহাটি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন : ফের মেদিনীপুর সদর ও শালবনীর জঙ্গল থেকে পাচার শাল গাছ, বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন
আরও পড়ুন : কৃষকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ! রাস্তা অবরোধ করে বিক্ষোভ মেদিনীপুর সদরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Financial Fraud
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore