Paschim Medinipur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জেলার কিছু কিছু নার্সিংহোমের বিরুদ্ধে নানান সময় নানান অভিযোগ সামনে আসে। কখনও পরিকাঠামোগত ঘাটতি আবার কখনও অতিরিক্ত বিল নেওয়া সহ স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করা নিয়ে রোগী ও তাঁদের পরিজনদের তরফে অভিযোগ ওঠে বারংবার। অভিযোগের নিষ্পত্তি ঘটাতে সম্প্রতি জেলাজুড়ে নার্সিংহোমগুলিতে নজরদারি চালায় স্বাস্থ্য দপ্তরের একটি নজরদারি টিম।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে নজরদারিতে কিছু কিছু নার্সিংহোম কতৃপক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। অনিয়মগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসাথীকার্ডের সরকারি গাইডলাইন না মানা, নার্সিংহোমের মধ্যে সব সময় মেডিক্যাল অফিসার না থাকা, প্রশিক্ষিত নার্সের অভাব, অতিরিক্ত বিল নেওয়া সহ নানান বিষয়। নজরদারি চালানোর পর গত ২৪ জানুয়ারি সমগ্র জেলার ৫১ টি নার্সিংহোমকে চিঠি দিয়ে জরুরি তলব করেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশংকর ষড়োঙ্গী।
Paschim Medinipur
শোকজ প্রসঙ্গে তিনি বলেন, ২৪ তারিখের মিটিং-এ ডাকা নার্সিংহোমগুলির মধ্যে ২৯ টি নার্সিংহোম কর্তৃপক্ষ অনুপস্থিত ছিল, তাই গত ২৭ জানুয়ারি শুক্রবার চিঠি দিয়ে উপযুক্ত কারণ দর্শাতে বলা হয়েছে তাদের। তাতে সন্তোষজনক উত্তর না এলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, সম্প্রতি স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা নিয়ে রাজ্যের নার্সিংহোমগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : হাতি দেখতে গিয়ে মেদিনীপুর সদরে হাতির হানায় গুরুতর জখম এক ব্যক্তি
আরও পড়ুন : বেহাল রাস্তায় পড়ে মৃত্যু পথচারীর! ঘাটালে টানা দু’ঘন্টা পথ অবরোধ এলাকাবাসীর
তারপরেই নার্সিংহোমগুলির উপর নজরদারি বাড়ায় স্বাস্থ্য দপ্তর। কিন্তু নার্সিংহোমগুলির স্বাস্থ্যসাথীতে কেন এত অনীহা? এই বিষয়ে ঘাটাল নার্সিংহোম অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত রায় বলেন হার্নিয়া, রেক্টাম, গল ব্লাডার, সিজারের মত চিকিৎসা পরিষেবা কার্ডের মধ্যে নেই। তাছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিতে গিয়ে এক একটি নার্সিংহোমের ১০ থেকে ১৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে। তাই কিছু কিছু নার্সিংহোম ওই পরিষেবা দিতে অনীহা প্রকাশ করছে।
আরও পড়ুন : অবৈজ্ঞানিক এবং ইতিহাস বিকৃত ক্যালেন্ডার প্রকাশের অভিযোগ খড়্গপুর আইআইটি’র
আরও পড়ুন : পানীয় জলের দাবিতে পথ অবরোধ মেদিনীপুর সদরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper