Home » 100 Days Work : একশো দিনের মজুরি বকেয়া ৪৬ কোটি, সমস্যায় দেড় লাখ পরিবার

100 Days Work : একশো দিনের মজুরি বকেয়া ৪৬ কোটি, সমস্যায় দেড় লাখ পরিবার

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দেড় মাস পর মকর পরব। কিন্তু জঙ্গলমহলের গ্রামীণ এলাকাবাসীর মন ভাল নেই। কারণ, জেলায় প্রায় দেড় লক্ষেরও বেশি পরিবার একশো দিনের কাজ করেও টাকা পাননি। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামে একশো দিনের প্রকল্পে বকেয়া মজুরি টাকার পরিমাণ প্রায় ৪৬ কোটি টাকা। জঙ্গলমহলের আদিবাসী-মূলবাসীদের প্রধান উৎসব মকর পরবের আগে শাসকদল তৃণমূল কেন্দ্রের বঞ্চনার বিষয়টিকে প্রচারে আনছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

100 Days Work
প্রতীকি ছবি

ইতিমধ্যেই বাংলার পাওয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন জেলা যুব তৃণমূলের নতুন সভাপতি আর্য ঘোষ। ইতিমধ্যে জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিংহকে চিঠি দিয়ে মকর পরবের আগে একশো দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। নয়াগ্রাম ব্লকের বালিগেড়িয়া অঞ্চলের মুড়াখুঁটায় বছর দু’য়েক আগে একশো দিনের প্রকল্পে পুকুর খননের কাজ করেও মজুরি অনেক শ্রমিক। এলাকার দেড়শো জনের মজুরি বকেয়া রয়েছে।

আরও পড়ুন : আলো না জ্বালিয়েই ছুটছে টোটো, “পুলিশ কিছু বলেনি” দাবি টোটো চালকের

আরও পড়ুন : জঙ্গলমহলে ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর নামে বিজয় মেলার প্রস্তুতি বৈঠক

কাজ না থাকায় কেউ কেউ ঠিকাদারের অধীনে ভিন্ রাজ্যে রাজের সন্ধানে গিয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, একশো দিনের প্রকল্পে ঝাড়গ্রাম জেলায় বকেয়া মজুরির পরিমাণ প্রায় ৪৬ কোটি টাকা। প্রায় দেড় লক্ষেরও বেশি পরিবারের মজুরি বকেয়া রয়েছে। এই ক্ষোভের বিষয়টিকেই প্রচারে আনছে রাজ্যের শাসক দল। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে, একশো দিনের বঞ্চনার ক্ষোভের প্রতিফলন পড়েছিল পঞ্চায়েত ভোটে। লোকসভা ভোটের আগে মকর পরবকে উপলক্ষ করে সেই ক্ষোভকে সংগঠিত করছে রাজ্যের শাসকদল। বছর দু’য়েক আগে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া অঞ্চলের গোদারাস্তা মৌজায় একশো দিনের প্রকল্পে ফলের বাগান তৈরির কাজ করেছিল তিনশো পরিবার।

100 Days Work

২০২১ সালে কিছু শ্রমিকের মজুরি মেটানো হয়। এখনও ২২০ জনের মজুরি বাকি রয়েছে। সেই কাজের সুপারভাইজার শ্যামাপদ মাহাতো নিজেও মজুরি পাননি। জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলছেন, ‘‘বকেয়া মজুরি না পেয়ে গরীব মানুষরা ক্ষুব্ধ। দলীয় ভাবে আমরা মানুষজনকে বুঝিয়ে ক্ষোভ সামাল দিয়ে রেখেছি। মকর পরবের আগে কেন্দ্রের বঞ্চনার বিষয়টি নিয়ে প্রচার শুরু হয়েছে।’’ তবে বিজেপি শিবিরের পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ টাকার বেশির ভাগটাই আত্মসাৎ করা হয়েছে।

আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠে বিকল্প রাস্তা

আরও পড়ুন : যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বাড়িতে ঢুকতে দিল না শ্বশুর বাড়ির লোকজন

একশো দিনের টাকা বন্ধের দায় রাজ্যের ঘাড়ে চাপিয়ে বিজেপি নেতাদের বক্তব্য, পঞ্চায়েত ভোটে প্রহসন হয়েছে। লোকসভা ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে। তাই লোকসভা ভোটে তৃণমূলের প্রচারের কোনও প্রভাব পড়বে না। তবে গ্রামেগঞ্জে ঘুরলে বেলপাহাড়ি থেকে নয়াগ্রাম সর্বত্র মানুষের ক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে। জঙ্গলমহলের বেশির ভাগ এলাকায় এক ফসলি চাষ হয়। ফলে একশো দিনের কাজ করে অভাবী সংসারে কিছুটা সাশ্রয় হয়। সেটাও বন্ধ হয়ে থাকায় মানুষের মনে আনন্দ নেই। মজুরি না পেয়ে বঞ্চিত পরিবারগুলির বক্তব্য, ‘‘আমরা কেন্দ্র রাজ্য রাজনীতি বুঝি না। আমাদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হোক। আবার একশো দিনের কাজ দেওয়া হোক।’’

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

100 Days Work

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.