ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মহামারীর হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা এলাকায় শুরু করেছিল কালীপুজো। সেই কালীপুজো বর্তমানে তিন শতাব্দী পেরিয়েও হয়ে আসছে স্বমহিমায়। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তিনতাউরি বেগুনবাড়ি কালী মন্দির। ৩০০ বছরের বেশি প্রাচীন এই কালী মন্দির। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই মন্দিরে বার্ষিক পুজোর অনুষ্ঠান হয়।পূর্ব মেদিনীপুর জেলায় নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন দেব দেবীর প্রাচীন মন্দির।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি দেখা যায় কালীমন্দির। বিভিন্ন জায়গায় এই প্রাচীন কালী মন্দিরগুলির প্রতিষ্ঠার ইতিহাস চমকপ্রদ লৌকিক কাহিনীর পাশাপাশি অলৌকিক কাহিনী নির্ভর। এই মন্দির প্রায় ৩০০ বছরের বেশি পুরনো। এই মন্দিরে উত্থান ইতিহাসে রয়েছে নানান অলৌকিক কাহিনী। অলৌকিক আইনের পাশাপাশি রয়েছে নানা লৌকিক কাহিনীও।এই মন্দির প্রতিষ্ঠাতার পিছনে প্রচলিত কাহিনীটি নিয়ে পুজো কমিটির বর্তমান এক সদস্য জানান, ‘এই কালী মন্দির এ দেবী জাগ্রত। মন্দির গড় এটার পিছনে অলৌকিক কাহিনী রয়েছে। তবে মন্দির গড়ে ওঠার পেছনে প্রচলিত কাহিনীটি হল। একসময় এই এলাকায় মহামারীর প্রকোপ দেখা দেয়।
Kali Puja
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
আর সেই প্রকোপ থেকে বাঁচতে এলাকাবাসী মা কালীর শরণাপন্ন হয়। সেই থেকে চলে আসছে পুজো। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো শুরু হয় ২৪ দিন ধরে চলে পুজো। পূজা উপলক্ষে এলাকায় মেলা ও অনুষ্ঠানের আসর বসে।’প্রসঙ্গত তিনতাউরি বেগুনবাড়ি কালী মন্দিরের পূজো ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি হাওড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পুজোর দিন তাদের মানতের পুজো দেন।ভক্তদের মনে এই কালীমন্দির ঘিরে রয়েছে অগাধ বিশ্বাস।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kali Puja
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper