‘Ramlal’ suddenly appeared in Jhargram guest house in noon, entered inside and ate vegetables and fruits
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ট্যুরিস্টদের কারোর সঙ্গে দেখা করার আমন্ত্রন ছিলো কি না তা জানা যায়নি। তবে নিজের বুকিং ছিলো না সেটা নিশ্চিত। তবুও মঙ্গলবার দুপুর বেলা রমলাল(স্থানীয় লোকের দেওয়া হাতির নাম) নিজেই উপস্থিত হয় ঝাড়গ্রামের গড়শালবনী এলাকার একটি বেসরকারি অতিথি শালায়।
আরও পড়ুন:- হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রামে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ বিডিও-র
দুপুরে গেট কিপার না থাকায় তার গেট কেউ খুলে দেয়নি। রোদে কতক্ষণ আর অপেক্ষা করা যায়। তাই বিশাল লোহার দরজা নিজেই শুঁড় দিয়ে ঠেলে খেুলে চলে এলো ভেতরে। এই বিশেষ অতিথি কে দেখে তো সকলের চক্ষু চড়কগাছ। তার জন্যই বানানো এই এই অতিথি নিবাস মনে করে নিজের মতো ঘুরে দেখতে থাকল ‘রামলাল,। বাগানের সব্জি, জল, ফল দিয়ে অতিথি আপ্যায়নও করে নিল নিজেই।
Jhargram
আরও পড়ুন:- খড়্গপুর শহরে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের
আরও পড়ুন:- অভিনব উদ্যোগ! মহিলাদের নিরাপত্তার জন্য পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গঠিত হল ”উইনার্স স্কোয়াড” টিম
যতোই হোক ‘অতিথি দেব ভব’ বলে কথা। রামলালের জন্য খবর যায় বনদফতর এর কাছে। ততক্ষণে ওই অতিথি নিবাসের লোকজন যেমন কিছুটা আতঙ্কিত ঠিক তেমনি জঙ্গলের হাতিকে এত কাছ থেকে দেখার সুযোগটা কেউ হাতছাড়া করেননি। এরপর কোনো রকম কোনো ক্ষতি না করে বনকর্মীদের ডাকে সাড়া দিয়ে পাশ্ববর্তী জঙ্গলে রওনা দেয় ‘রামলাল’।
আরও পড়ুন:- শালনবীতে জঙ্গলে পুজো দিয়ে বন্যপ্রাণী শিকার না করেই ফিরলেন শিকারিরা! খুশি বনদফতর ও পুলিশ প্রশাসন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Jhargram
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore