Ramachandra said to march with guns? Mamata Banerjee attacked BJP in Digha. After the incident in Shibpur of Howrah in Ram Navami.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রামনবমীতে হাওড়ার শিবপুরের ঘটনার পর এবার হুগলির রিষড়ায় শুরু অশান্তি। আর এ রাজ্যের অশান্তি ঘটনা নিয়ে এবার BJP-কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি পূর্ব মেদিনীপুরে দীঘায় বুথ ভিত্তিক কর্ম সম্মেলনে এসে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা সিপিএম করত। ৩৪ বছর অত্যাচার দেখেছেন তো! ভুলে যাননি তো! নন্দীগ্রাম, খেজুরি, তমলুক, মহিষাদল, কোলাঘাট, চণ্ডীপুর, হলদিয়া ভুলে যাননি তো! মনে আছে, হলদিয়ায় মিটিং করতে গিয়েছিলাম।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
লোকাল মাইক্রোফোনও নিতে দেয়নি। কলকাতা থেকে মাইক্রোফোন নিয়ে এসেছিলাম। রাস্তা আটকে দিয়েছিল নন্দীগ্রামে। এই যে চিত্ত মাইতি বসে রয়েছেন, বয়স্ক মানুষ। আনিসুর বলে একটি ছেলে ছিল। এখন সে জেলে। তাকে বললাম, তোর বাইক আছে? হ্যাঁ বলল। বাকিটা ওকে বলিনি। আমাকে তমলুকে আসতেই হবে। হাসাপাতালে অনেকে ভর্তি ছিল। নন্দীগ্রাম যেতে হবে আমাকে। তার আগের রাতে সুফিয়ান ফোন করে গুলির শব্দ শোনাল। শেখ সুফিয়ান, পীযূস ভুঁইয়াদের বাদ দিয়ে নন্দীগ্রাম হয় না।”
Mamata Banerjee
স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর কথাও উল্লেখ করেন মমতা। বলেন, “আনিসুর বাইক চালাচ্ছিল। আমি পিছনে বসেছিলাম। এক একটি গ্রামে যাচ্ছি। সিপিএম বসে পড়ছে। আর গালাগালি দিচ্ছে, এক থেকে ১২ অক্ষর পর্যন্ত। তার আগের দিন কোলাঘাটে আমাকে মারার জন্য বোমা রেখেছিল। তখন গোপালকৃষ্ণ গান্ধী রাজ্যপাল। খবর দিয়ে বললেন, ‘কোলাঘাট থেকে বেরিয়ে যান। ১টা বাজে। পেট্রোল বোমা মেরে উড়িয়ে দেবে আপনাকে’।” প্রাণ বাঁচিয়ে কোলাঘাটে থাকতে গিয়েও বিপাকে পড়েন বলে জানান মমতা।
আরও পড়ুন : শিকার বন্ধে তৎপর বন দফতর, বাজেয়াপ্ত করা হবে ব্যবহৃত যানবাহন, দিনভর চলল মাইকিং, পাড়া বৈঠক
বলেন, “কথা শুনে কোলাঘাট গেস্ট হাউসে গেলাম। বুক করা ছিল আগে থেকে। দেখলাম, বড় বড় গাড়ি, ডাবল ডেকার বাস দিয়ে দরজা বন্ধ করে রেখেছে। কিন্তু আমি গ্রামের মেয়ে। জন্ম আমার গ্রামে। সাঁতার কাটতে2, গাঠে উঠতে, ধান কাটতে, ধান তুলতে, মাছ ধরতেও পারি। আমি ডাবল ডেকার বাস বেয়ে উঠে লাফ দিয়ে ভিতরে ঢুকলাম। পর দিন বাইক নিয়ে বেরোলাম। সব রাস্তায় আটকাচ্ছিল। চালাকি করে অন্য রাস্তা দিয়ে, ঘুরে ঘুরে এগোই। ধরতে পারেনি। এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। চিত্তদার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শিখা মাইতি। বললাম শাড়ি, সায়া, ব্লাউজ, মাজন এবং ব্রাশ লাগবে। এনে দিয়েছিলেন। তাতেই থাকতে পেরেছিলাম। আমি এগুলো ভুলি না। “
আরও পড়ুন : টোটো-অটো ইউনিয়নের সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর
আরও পড়ুন : সিপিএমের অত্যাচারে খেজুরিতে ঢোকা যেত না, সেই সময় গদ্দাররা কোথায় ছিল : মমতা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper