পত্রিকা প্রতিনিধি: দুই পা অকেজো বাবার কোলে চড়েই মাধ্যমিক পরীক্ষায় সফল চন্দ্রকোনা কৃষ্ণপুর গ্রামের প্রতিবন্ধী ছাত্র মুজিবুর সরকার।এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মজিবুর সরকার বুধবার রেজাল্ট বেরোতেই চোখে মুখে স্বস্তির ছাপ দিনমজুর পরিবারে।কারন প্রতিবন্ধী ছেলেটা ৩১৪ নম্বর নিয়ে উত্তির্ণ হয়েছে।মজিবুরের বাড়ি চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে।গ্রামেরই কৃষ্ণপুর রহমানিয়া হাইস্কুলের ছাত্র,পরিক্ষা দিয়েছে চন্দ্রকোনার লক্ষ্মীপুর হাইস্কুল থেকে।পরিবারে বাবা অহিদুর সরকার দিনমজুর মা জাহারানা বিবি ও মজিবুর সহ আরও দুই ভাই।বাবা অহিদুর সরকার দিনমজুর,দিনআনা দিনখাওয়া পরিবার।মজিবুর পরিবারে মেজো ছেলে ছোট থেকেই হাঁটতে চলতে পারেনা,বাবা মায়ের কোলে চেপেই স্কুল,টিউশন থেকে পরিক্ষা কেন্দ্রেও যাতায়াত।নিজের স্কুল পাশে থেকে সবরকম সহযোগিতা করেছে মজিবুরকে।মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন পরিবার,স্কুল সহ স্থানীয় প্রতিবেশী সকলের নজর ছিলো মজিবুরের ফলাফলের দিকে।৩১৪ পেয়ে সমস্ত প্রতিকুলতাকে জয় করে জীবনের বড় পরীক্ষায় উত্তির্ন মজিবুর।আগামী দিনে উচ্চমাধ্যমিক তারপর কলেজ পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু দিনমজুর বাবার পক্ষে কি সম্ভব?মজিবুরের পড়াশোনায় সমস্ত রকম সহযোগিতার আগাম আশ্বাস দিয়েছেন তার স্কুলের টিআইসি আশিষ হাটুই।ছেলে সর্বোচ্চ নম্বর পেয়ে স্থানাধিকারী না হলেও পরিবার ও নিজের চরম করুন পরিস্থিতির মধ্যেও উর্তির্ণ হওয়ায় খুশি বাবা মা।
দুই পা অকেজো, বাবার কোলে চড়েই মাধ্যমিক পরীক্ষায় সফল চন্দ্রকোনার মুজিবুর
- Advertisement -