Madhyamik Exam 2023: The forest workers escorted the secondary school students to the centre.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আপাতত নির্বিগ্নে নিয়ে কাটল জীবনের প্রথম বড় পরীক্ষা। শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। বিশেষ করে উৎকণ্ঠায় ছিল জঙ্গলমহলের পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়, চাঁদড়া, পিড়াকাটা, লালগড়, গোদাপিয়াশালের বিভিন্ন জঙ্গলে হাতির উপস্থিতি রয়েছে। কোথাও দলছুট, কোথাও পাল হাতি। জঙ্গল পথ পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগে হাতির মুখোমুখি হওয়ার আশঙ্কাও ছিল পরীক্ষার্থীদের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
গত বছর এমনই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে হাতির হামলায় এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আগে থেকেই সজাগ ছিল বনদপ্তর। মেদিনীপুর, রূপনারায়ণ, খড়্গপুর বনবিভাগের পক্ষ থেকে যেসব জঙ্গল এলাকায় হাতির উপস্থিতি ছিল সেখানে টহলদারি শুরু করেন বনকর্মীরা। রূপনারায়ণ বন বিভাগের গোয়ালতোড় রেঞ্জের বিভিন্ন জঙ্গলে দলছুট হাতি রয়েছে বেশ কয়েকটি। সেই জঙ্গলপথে হুলা জ্বালিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে সহায়তা করে বনদপ্তর। রেঞ্জের আধিকারিক বাবলু মান্ডি জানিয়েছেন, “দলছুট চারটি হাতি রয়েছে।
Madhyamik Exam 2023
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
যাতে পরীক্ষার্থীদের কোন বাধা না হয় তার জন্য জঙ্গলপথে পাহারার পাশাপাশি গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে তাদের নিরাপদে পৌঁছে দেওয়া এবং নিয়ে আসা হয়েছে।” পাশাপাশি মেদিনীপুর বনবিভাগের চাঁদড়া, পিড়াকাটা, গোদাপিয়াশাল, লালগড় রেঞ্জের পক্ষ থেকেও বিভিন্ন জঙ্গলপথে মোতায়েন ছিল বনকর্মীরা। মেদিনীপুর সদরের গুড়গুড়িপাল থেকে নয়াগ্রাম জঙ্গলপথ পরীক্ষার্থীদের এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
জঙ্গলের ভেতরে থাকা বিভিন্ন পথ পরীক্ষা দিনগুলিতে বন্ধ করে দিয়ে বিকল্প পথ তাদের জানিয়ে দেওয়া হয়েছে মাইকিং করে। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা জানিয়েছেন, “জঙ্গলের ভেতরের যে পথগুলিতে হাতি থাকার সম্ভাবনা বেশি, সেগুলো বন্ধ করে মূল রাস্তা খোলা ছিল। যাদের খুব অসুবিধা তাদের জানানো হয়েছিল বনদপ্তরে জানাতে। প্রয়োজনে গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। সব মিলিয়ে মাধ্যমিকের প্রথম পরীক্ষা ভালোভাবেই কাটল জঙ্গলমহলের পরীক্ষার্থীদের।
আরও পড়ুন : হাতির পালকে সরিয়ে ফসল বাঁচাতে রেঞ্জারের পায়ে ধরলেন মহিলা
আরও পড়ুন : হাতির হানায় ব্যাপক ক্ষতি, বিক্ষোভ, পথ অবরোধ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Madhyamik Exam 2023
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper