Home » Bangla Shasya Bima : পশ্চিম মেদিনীপুরে কৃষকদের শস্য বীমার আওতাভুক্ত করার কাজ জোরকদমে, ট্যাবলোর উদ্বোধন জেলাশাসকের

Bangla Shasya Bima : পশ্চিম মেদিনীপুরে কৃষকদের শস্য বীমার আওতাভুক্ত করার কাজ জোরকদমে, ট্যাবলোর উদ্বোধন জেলাশাসকের

by Biplabi Sabyasachi
0 comments

Bangla Shasya Bima : কৃষকদের শস্য বীমার আওতাভুক্ত করে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতির হাত থেকে বাঁচানোর লক্ষ্যে ‘ পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বীমা খারিফ শস্য ২০২২’ গ্রহণের কাজ চলছে পশ্চিম মেদিনীপুর জেলাতে। জেলার কৃষকদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শুক্রবার ট্যাবলোর উদ্বোধন করলেন জেলাশাসক আয়েষা রানি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কৃষকদের শস্য বীমার আওতাভুক্ত করে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতির হাত থেকে বাঁচানোর লক্ষ্যে ‘ পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বীমা খারিফ শস্য ২০২২’ গ্রহণের কাজ চলছে পশ্চিম মেদিনীপুর জেলাতে। জেলার কৃষকদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শুক্রবার ট্যাবলোর উদ্বোধন করলেন জেলাশাসক আয়েষা রানি।

Bangla Shasya Bima
নিজস্ব চিত্র

চলতি খারিফ মরশুমে পশ্চিম মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত ৯ হাজার কৃষক বাংলা শস্য বীমা প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন। জেলা কৃষি দফতর চলতি বছরে এই জেলাতে ৫ লক্ষ ৯০ হাজার কৃষককে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা রেখেছে। গত বছর জেলাতে ৫ লক্ষ ১৭ হাজার কৃষক ওই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছিলেন। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রকল্পে অন্তর্ভুক্ত করার কাজ চলছে।

আরও পড়ুন : যানজট মুক্ত শহর গড়ার দাবিতে মেদিনীপুর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ

এদিন ট্যাবলোর উদ্বোধন করলেন জেলাশাসক। প্রকল্পে বলা হয়েছে খরা বা প্রতিকূল আবহাওয়ায় জনিত কারণে যদি ৫০ শতাংশের বেশি জায়গা ধান রোপন করা সম্ভব না হয়, বা ধানের ক্ষতি হলে এলাকায় সকল বীমাকৃত কৃষক তাদের বীমা রাশির ২৫% ক্ষতিপূরণ হিসেবে পাবেন। এই মরশুমে ধানের বীমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে।

আরও পড়ুন : সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করুন! আধিকারিকদের নিয়ে বৈঠকে নিদান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের

আধুনিক কৃত্রিম উপগ্রহ ও রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে মরশুম শেষে চটজলদি ক্ষতিপূরণ (ধানের ক্ষেত্রে) নির্ধারণ ও প্রদান করা হবে। চলতি বছর ৩১ আগস্ট পর্যন্ত ধানের জন্য বীমা করা যাবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই ট্যাবলো জেলার প্রতিটি ব্লকেই সচেতনতামূলক প্রচার করবে। যাতে কৃষকরা সচেতন হয়ে তাদের সুযোগ-সুবিধা বুঝে নেন।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Bangla Shasya Bima

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.