বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ইচ্ছে থাকলেও আর্থিক অভাবে WBCS, PSC পরীক্ষার কোচিং নিতে পারছিলেন না এলাকার যুবক-যুবতীরা। তাদের পাশে দাঁড়িয়েছেন থানার ওসি। নিজের উদ্যোগে ওই এলাকায় চলছে ফ্রি কোচিং সেন্টার। যার নাম দেওয়া হয়েছে “গড়বেতা WBCS কোচিং সেন্টার”। যার শুরুটা করেছিলেন তৎকালীন গড়বেতা-১ বিডিও ওয়াসিম রেজা। তাঁর বদলির পর দুশ্চিন্তা ছিল ওই কোচিং সেন্টারের পরীক্ষার প্রস্তুতি নেওয়া যুবক-যুবতীদের। সেই দুশ্চিন্তা দূর করে তাদের পাশে দাঁড়িয়েছেন গড়বেতা থানার ওসি ডঃ প্রণব কুমার সেনাপতি। নিজ উদ্যোগে গত দু’বছর ধরে ওই কোচিং সেন্টার চলছে রমরমিয়ে। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৫ জন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) মিসেলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি (প্রিলিমস) ফল প্রকাশিত হয়েছে ১৬ জুলাই। তাতে সাফল্য মিলেছে ওই কোচিং সেন্টারের। সোনালী তামাং, ঋত্বিক নিয়োগী, সৌভিক নিয়োগী, পলাশ ঘোষ, সৌরভ হাজরা, তুহিন শুভ্র খান এই ছয় জন পরীক্ষায় পাস করেছেন। ওসি নিজে ছাড়াও আরও কয়েকজন শিক্ষক-শিক্ষিকা ওই কোচিং সেন্টারে শিক্ষাদান করেন। সম্পূর্ণ বিনামূল্যে ওই কোচিং সেন্টারটি চলে। খড়্গপুর গ্রামীণেও এমন কোচিং সেন্টার চালান তিনি। ওসি একবার নিজের ফেসবুকে লিখেছিলেন, খেতে না পাওয়া গরিব পরিবার থেকে লড়াই করে এই জায়গায় আসার কষ্টটা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনটি হাতির!
তাই গরিব দুঃস্থ পরিবারের ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই এই ধরনের কোচিং সেন্টার তিনি পরিচালনা করেন। ওসির মানবিক ভূমিকায় খুশি এলাকাবাসী। প্রণব বাবু বলেন, “কোচিং শুরু করেছিলেন আগের বিডিও স্যার। স্যারের বদলির পর আমি দায়িত্ব নিই। বর্তমানে ২৫ জন ছাত্রছাত্রী রয়েছে।

এবারে ৬ জন পাস করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) মিসেলেনিয়াস প্রিলিমস পরীক্ষায়। পড়ুয়াদের আমরা যতটা সম্ভব সাহায্য করি।” পড়ার পাশাপাশি পরীক্ষা নেওয়া হয়। এক-একদিন ওখানেই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় পড়ুয়াদের। প্রণব বাবুর ইচ্ছে, ওই এলাকার কোনো যুবক-যুবতী একদিন জেলা শাসক, জেলা পুলিশ সুপার, বিডিও সাহেব হয়ে উঠুক।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Free Coaching
Biplabi Sabyasachi Largest Bengali Newspape