Home » Forest Department : শিকার বন্ধে তৎপর বন দফতর, বাজেয়াপ্ত করা হবে ব্যবহৃত যানবাহন, দিনভর চলল মাইকিং, পাড়া বৈঠক

Forest Department : শিকার বন্ধে তৎপর বন দফতর, বাজেয়াপ্ত করা হবে ব্যবহৃত যানবাহন, দিনভর চলল মাইকিং, পাড়া বৈঠক

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে শিকার উৎসব। সেই উৎসবে বন্যপ্রাণ হত্যা আটকাতে একাধিক পদক্ষেপ নিয়েছে বন দফতর। মঙ্গলবার মেদিনীপুর সদরের জামশোলে রয়েছে শিকারের নির্ধারিত দিন। সেই শিকার বন্ধে মেদিনীপুর সদর ও শহর জুড়ে মাইকিং করল বন দফতরের মেদিনীপুর রেঞ্জ। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড, রেল স্টেশন সহ গ্রামীণ এলাকাতেও লাগালো হল ব্যানার, পোস্টার।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Forest Department
নিজস্ব চিত্র

বাংলার পাশাপাশি সাঁওতালিতেও চলে মাইকিং। অন্যদিকে হাইকোর্টের রায়ে জেলাতে তৈরি হয়েছে ‘হিউমেন কমিটি’। সেই কমিটির বৈঠকও হয়েছে সম্প্রতি জঙ্গলমহলের আদিবাসী মানুষজনদের নিয়ে। হাইকোর্টের নির্দেশ রয়েছে বন্যপ্রাণ হত্যা করলে গ্রেফতার ও যেখানে শিকার হবে সেখানে ওই দিন 144 ধারা জারি করার। জেলায় বন্যপ্রাণ হত্যা আটকাতে দফায় দফায় বৈঠকে বসেন বনকর্তা ও পুলিশ। ভিন জেলার শিকারিদের আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন রাস্তায় বসবে নাকা পয়েন্ট। জঙ্গলে চলবে টহল।

Forest Department

অন্যদিকে এদিন সকাল থেকে চাঁদড়া রেঞ্জের শিরিষডাঙ্গা, পিন্ডরাশোল সহ বিভিন্ন এলাকায় আদিবাসী সমাজের মানুষজনদের নিয়ে বৈঠকে বসেন বনকর্মীরা। তাদের বোঝানো হয় বন্যপ্রাণ হত্যার কুফলগুলি। শিকারে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পশুপ্রেমী সংগঠন ‘হিল’-এর পক্ষ থেকেও চলে মাইকিং। বিলি করা হয় লিফলেট। সংগঠনের পক্ষে রবীন্দ্রনাথ মাহাত বলেন, “পশু, পাখি শিকার বন্ধে মাইকিং-এর পাশাপাশি লিফলেট বিলি করা হচ্ছে জেলা জুড়ে।
আরও পড়ুন : টোটো-অটো ইউনিয়নের সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর

আরও পড়ুন : সিপিএমের অত্যাচারে খেজুরিতে ঢোকা যেত না, সেই সময় গদ্দাররা কোথায় ছিল : মমতা

লিফলেটে উল্লেখ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কোন কোন পশু পাখি রয়েছে এবং তা জেলাকে গৌরবান্বিত করে। তাদের হত্যা যেন না করা হয়।” শিকারের দিন ওই সংগঠনের পক্ষ থেকেও নজরদারি চলবে বলে জানা গিয়েছে। বন দফতরের এক আধিকারিক জানান, “পাড়ায় পাড়ায় বৈঠক, মাইকিং করে সচেতনতার পাশাপাশি বন্যপ্রাণ শিকার না করার বার্তা দিয়ে বিভিন্ন এলাকায় ব্যানার পোস্টার লাগানো হয়েছে। গ্রাম পঞ্চায়েত, রেল দপ্তর ও পুলিশকেও জানানো হয়েছে।”

আরও পড়ুন : ষষ্ঠ দফার দুয়ারে সরকারের প্রথম দিনে ঘাটাল মহকুমায় আবেদন ৭৩৩৬ টি, বিশেষ নজর কাড়লো ‘আই লাভ দুয়ারে সরকার’ সেলফি জোন

আরও পড়ুন : হোস্টেলে ডাইন অপবাদের অত্যাচারে নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা শাসককে ডেপুটেশন

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Forest Department

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.