বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত কয়েক দিনের প্রবল বর্ষণের কারণে সদ্য প্লাবিত পরিস্থিতি থেকে উঠে আসা পশ্চিম মেদিনীপুরের একাধিক স্থানে ফের প্লাবন পরিস্থিতি তৈরি হয়ে গেল। কেশপুরে কুবাই নদীর বাঁধ ভেঙে গেল চারটি স্থানে। দুদিন ধরে প্লাবন পরিস্থিতি কেশপুরের মুগবাসান সহ বিস্তীর্ণ এলাকায়। রবিবার সকালে চন্দ্রকোণার ভবানীপুর এলাকায় ভেঙে গেল শিলাবতী নদীর বাঁধ। ফলে একসঙ্গে এদিন দুপুরের মধ্যে প্লাবিত পরিস্থিতি তৈরি হলো ওই এলাকার বহু গ্রামে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
গত তিন সপ্তাহ আগেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, কেশপুর সহ বিভিন্ন এলাকা বন্যা পরিস্থিতি থেকে কিছুটা উদ্ধার হয়েছিল। চাষিরা নিজেদের ঘুরে দাঁড় করানোর চেষ্টা করেছিল। কিন্তু ফের ‘দানা’ ঘূর্ণিঝড়ের প্রকোপ ও প্রবল বর্ষণ। তাতেই বিভিন্ন নদীগুলিতে জলস্ফীতি তৈরি হলো। কেশপুরে শনিবারই কুবাই, পারাং ও তমাল নদীর চারটি স্থানে বাঁধ ভাঙ্গার ঘটনা ঘটেছে। তার জেরে কেশপুরের আনন্দপুর, মুগবাসান, ইছাইপুর সহ বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত প্লাবিত হতে শুরু করেছিল।
Flood
গভীর রাত পর্যন্ত আনন্দপুর এলাকাতে নদী বাঁধ মেরামতের জন্য কাজ করেছেন গ্রামবাসীরা। একইভাবে জলস্ফিতির কারণে চন্দ্রকোণা-১ ব্লকের ভবানীপুর এলাকায় শিলাবতী নদীর সদ্য নির্মিত বাঁধ ভেঙে যায়। এতে প্রচুর ক্ষতি হয়েছে গ্রামের। বহু গ্রাম প্লাবিত হয়েছে রবিবার সকাল থেকে। স্থানীয় গ্রামবাসী প্রদীপ ঘোষ জানাচ্ছেন, “ডিভিসির ছাড়া জলের কারণে গত বন্যাতে এই বাঁধটি ভেঙ্গে গিয়েছিল শিলাবতীর। নতুন করে নির্মাণ করা হয়েছিল।
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
আবার জলের চাপ তৈরি হওয়াতে রবিবার ভেঙে ভেসে গেল সবটাই। জলের এত স্রোত ছিল যে এই বাঁধ আটকানো সাধ্য ছিল না। নতুন করে বহু গ্রাম প্লাবিত হলো চন্দ্রকোনাতে।” কেশপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা বলেন, “১৯৯৮ সালের পর এবার অনেক বড় বন্যা হয়েছে। এত ব্যাপক আকারে বন্যা আগে হয়নি। প্রশাসনের উচিত ঘূর্ণিঝড়ের তুলনায় এই বন্যা প্লাবিত এলাকার দিকে বেশি নজর দেওয়া। আমি জেলা শাসক থেকে আধিকারিকদের সকলকে এই বিষয়টি জানিয়েছি। জানানো হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরেও।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Flood
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper