Elephant Attack: In the playground, in a good mood, drunk on the story, the elephant grabbed the trunk and beat it
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গ্রামের কয়েকজন মিলে পাশের খেলার মাঠে আড্ডা জমিয়েছিলেন। খোশ মেজাজে চলছিল তাদের গল্প। আর সেই সময় পেছন থেকে একটি হাতি এসে শুঁড়ে ধরে আছাড় মারলো এক ব্যক্তিকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতির অবনতি দেখে স্থানান্তরিত করা হয় কলকাতায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি ১১ টা নাগাদ শালবনীর বাগমারী গ্রামে। আহত ওই ব্যক্তির নাম অশোক ঘোষ (৫৪), বাড়ি ওই গ্রামে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত্রি এগারোটা নাগাদ অশোক বাবুসহ আরও কয়েকজন বাগমারী গ্রামের একটি ফুটবল মাঠে বসে গল্প করছিলেন। সেই সময় একটি দলছুট দাঁতাল তাদের কাছে চলে আসে। অন্যরা দৌড়ে পালাতে সক্ষম হলেও অশোক বাবুকে শুঁড়ে ধরে আছাড় মারে।
Elephant Attack
আরও পড়ুন : হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল চাঁদমণি
আরও পড়ুন : কোথাও এসকর্ট করে, কোথাও হুলা জ্বালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা
খবর পেয়ে গ্রামের অন্যান্য লোকজন গিয়ে হাতিটিকে তাড়িয়ে উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, পাঁজর ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। এক বন আধিকারিক জানিয়েছেন, “বারবার প্রচার করা হচ্ছে রাতের বেলায় কোনভাবে জঙ্গল বা জঙ্গল লাগোয়া ফাঁকা জায়গায় বসে না থাকার জন্য। তারপরও সাবধান না হওয়ায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে।” শনিবার ওই আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে যান বনকর্মীরা।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper