Elephant Attack
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: হাতি পালকে অন্যত্র সরাতে গিয়ে ফের আক্রান্ত বনকর্মী। এবার প্রাক্তন বনকর্মীর পরিবারের লোকজনের হাতেই আক্রান্ত হলেন মেদিনীপুর বনবিভাগের লালগড় রেঞ্জের ঝিটকার বীট অফিসার লক্ষ্মীকান্ত মাহাতো। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে লালগড়ের তিলাঘাঘরি এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকার জঙ্গলে 40 টি হাতির একটি পাল আশ্রয় নেয়। সন্ধ্যা হলে নেমে পড়ে তিলাঘাঘরি এলাকার কৃষিজমিতে। ওই সময় স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ টুডু সহ পরিবারের লোকজন বনকর্মীদের উপর চড়াও হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, ঝিটকা ফরেস্টের বীট অফিসার লক্ষ্মীকান্ত মাহাতো। শম্ভুনাথ সহ অন্যান্যরা ওখান থেকে বীট অফিসারকে টেনে নিয়ে যায় গ্রামের ভেতরে।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে রঙ কারখানা খুলছে বিড়লা গ্রুপ, বিপুল কর্মসংস্থানের সুযোগ
আরও পড়ুন:- ঝাড়গ্রামে ইউ এ পি ধারায় অভিযুক্ত টিপু সুলতানের ফের জেল হেফাজত
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের পটাশপুর সহ বিভিন্ন ব্লক এখনও জলমগ্ন, ত্রাণ শিবির ২০০ টি
Elephant Attack
বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে লালগড়ের রেঞ্জার সহ অন্যান্য বনকর্মী গিয়ে তাঁকে উদ্ধার করে লালগড় হাসপাতালে ভর্তি করেন। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় পাঁচজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে বন দফতর। জানা গিয়েছে, অভিযুক্ত শম্ভুনাথ টুডুকে পুলিশ গ্রেফতার করলেও বাকিরা বাড়ি ছাড়া রয়েছেন। একসময় শম্ভুনাথ টুডুর বাবা ছিলেন মেদিনীপুর বনবিভাগের বনকর্মী। আক্রান্ত বীট অফিসার লক্ষীকান্ত বাবু জানান, কৃষি জমিতে যখন হাতিগুলি নেমে গিয়েছিল স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় অন্যত্র সরানোর চেষ্টা করা হচ্ছিল। সেই সময় বেশ কয়েকজন এসে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় গ্রামে। সেখানে তাকে মারধর করা হয়। তিনি বলেন, এই কয়েকজন ছাড়া গ্রামবাসীদের সকলে সহযোগিতা করেছেন।
আরও পড়ুন:- বাবা-মা কর্মসূত্রে বাইরে, পাঁশকুড়ায় ৩ দিন নিঁখোজ ছেলের হদিশ না মেলায় উদ্বেগে পরিবার
আরও পড়ুন:- ফেসবুকের কল্যাণে এক বছর বাদে মেদিনীপুর হাসপাতালে মাকে খুঁজে পেলেন দুই আদিবাসী যুবক
তবে ফের বনকর্মী আক্রান্ত হওয়ায় হাতির পালকে অন্যত্র সরানোর কাজে যেতে নিরাপত্তার অভাববোধ করছেন বনকর্মীদের অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বনকর্মী বলেন, দিন রাত কাজ করতে হয়। পুজোর সময়ও আমাদের চব্বিশ ঘন্টা সতর্ক থাকতে হয়েছে। হাতি থাকলে তো বিশ্রামই পাওয়া যায়। আমরা চেষ্টা করি হাতির হানায় ক্ষতি কমানোর। তারপরও আক্রান্ত হলে কাজের প্রতি অনীহা বাড়ে। মেদিনীপুর বন বিভাগের এডিএফও বিজয় চক্রবর্তী জানান, ঝিটকার বীট অফিসার আক্রান্ত হয়েছেন। ঘটনায় পাঁচজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, হাতি পালকে অন্যত্র সরাতে বনকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন।
আরও পড়ুন:- বেলদায় লোকাল ট্রেন চালুর দাবিতে সরব যাত্রী কমিটি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Forest workers attacked again while moving the elephant herd elsewhere. This time, Laxmikanta Mahato, Jhitkar Beat Officer of Lalgarh Range of Medinipur Forest Department was attacked by the family members of the former forest worker. The incident took place in Tilaghaghari area of Lalgarh on Thursday night. It is learned that a herd of 40 elephants took shelter in the forest of the area. In the evening it fell on the agricultural land of Tilaghaghari area. At that time, family members including local resident Shambhunath Tudu attacked the forest workers. Laxmikant Mahato, beat officer of Jhitka Forest was present at the spot. Shambhunath and others dragged the beat officer inside the village.
He was also allegedly beaten severely. On hearing the news, other forest workers including Ranger of Lalgarh rescued him and admitted him to Lalgarh Hospital. He is reported to be in good health. The forest department has lodged a complaint with the police station in the name of five people. It is learned that the accused Shambhunath Tudu was arrested by the police but the others are still at home. Shambhunath Tudu’s father was once a forest worker in the Medinipur forest department. Affected beat officer Laxmikant Babu said efforts were being made to relocate the elephants on agricultural land with the help of local villagers. After that, several people came and dragged him to the village. There he was beaten. He said all the villagers except these few have cooperated.
However, many forest workers are feeling insecure to move the elephant herd as the forest workers have been attacked again. One forest worker, who did not want to be named, said he had to work day and night. We also had to be alert 24 hours during Pujo. If there is an elephant, then rest is available. We try to reduce the damage caused by elephant poaching. Even then, reluctance to work increases when infected. Medinipur Forest Department ADFO Vijay Chakraborty said the Jhitkar beat officer was attacked. Complaints have been lodged in the name of five people in the incident. Strict action will be taken. He also said that forest workers are trying to move the elephants elsewhere.