Home » Cattle Smuggling : তেলের ট্যাঙ্কারে অভিনব কায়দায় গরু পাচার ! পূর্ব মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

Cattle Smuggling : তেলের ট্যাঙ্কারে অভিনব কায়দায় গরু পাচার ! পূর্ব মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার পুলিশের তৎপরতায় রুখে দেওয়া গেল গরু পাচার! পড়শি রাজ্য ওড়িশায় নম্বর প্লেট লাগানো তেল ট্যাঙ্কারটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। সেই সঙ্গে গরুগুলিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যে গরুপাচারকারী ট্রাকটির চালককে গ্রেফতারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে। শুক্রবার একই ভাবে এসি বাসে করে গরু পাচার করতে গিয়ে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশের হাতে একঝাঁক গরু ধরা পড়েছিল।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Cattle Smuggling
নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার একটি তেল ট্যাঙ্কার দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের হেড়িয়া স্টপেজ থেকে ইটাবেড়িয়ামুখি রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় গাড়িটির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়িটিকে থামতে বলতেই চালক দ্রুত গতিতে গাড়িটি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। ভূপতিনগর থানার পুলিশ বেশ খানিকটা সময় গাড়িটির পিছু ধাওয়া করে। অবশেষে সেটিকে ইটাবেড়িয়া বাজারের কিছু দূরে থামিয়ে দেওয়া হয়। এর পর গাড়ির উপরে উঠে ভিতরে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। দেখা যায় ট্যাঙ্কারের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে বেশ কয়েকটি গরু।

আরও পড়ুন : প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি! কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, মহিলারা জোট বাঁধলেন চোলাই ভাটি ভাঙতে

আরও পড়ুন : বনদপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ মেদিনীপুর শহরে, বুলডোজার দিয়ে ভেঙে দিল বনদপ্তর

Cattle Smuggling

তেল ট্যাঙ্কারটির পিছনে অত্যন্ত নিপুণ ভাবে পাত কেটে দরজা বানানো হয়েছে। সেই দরজা বন্ধ করে দিলে ঘুণাক্ষরেও বোঝা যায় না কিছুই! এরই পাশাপাশি ট্যাঙ্কারের ভিতরে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে প্ল্যাটফর্ম। এ ছাড়াও গরুগুলির শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য ট্যাঙ্কারের মাথায় ঢাকনাগুলির পরিবর্তে তারের মোটা জাল লাগানো রয়েছে। যা বাইরে থেকে দেখে বোঝার কোনও উপায় ছিল না। তবে ট্যাঙ্কারের ভিতরে উচ্চতা অত্যন্ত কম থাকায় গরুগুলির দাঁড়ানোর কোনও উপায় ছিল না।

Cattle Smuggling
নিজস্ব চিত্র

এর ফলে গাদাগাদি করেই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, ‘‘ভূপতিনগর থানার পুলিশের তৎপরতায় অভিনব কায়দায় গরুপাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে।” তবে পাচারকারীরা যে ভাবে তেল ট্যাঙ্কার, ভলভো বাসে করে নতুন নতুন পন্থায় গরু পাচার শুরু করেছে, তা যথেষ্ট চিন্তার কারণ বলেই পুলিশের মত। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, ‘‘পুলিশের তৎপরতায় গরুপাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে। তবে যারা এই ধরণের পাচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Cattle Smuggling

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.