HS Result 2024 : Upper primary level qualified teacher got the responsibility of checking the records of the HS
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : নিয়ম ভেঙে উচ্চমাধ্যমিক পরীক্ষার বোর্ডের খাতা দেখার দায়িত্ব পেলেন ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের আপার প্রাইমারি স্তরের ইতিহাসের শিক্ষক কৃষ্ণরঞ্জন নায়েক। শিক্ষাগত যোগ্যতায় তিনি সাধারণ পাসকোর্সে স্নাতক। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিদ্যালয়ে আপার প্রাইমারি স্তরের ক্লাস নেন তিনি। এহেন শিক্ষকের নামেই উচ্চমাধ্যমিকের বোর্ডের খাতা দেখার দায়িত্ব বর্তেছে উচ্চমাধ্যমিক কাউন্সিলের তরফে।উচ্চমাধ্যমিকের ইতিহাস খাতা দেখার জন্য কাউন্সিলের তরফে তাঁকে পরীক্ষকহিসেবে নিয়োগ পত্রও দেওয়া হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এবং নিয়োগপত্র পেয়ে তিনি কোনো বাক্যব্যয় না করে বহাল তবিয়তে সেই দায়িত্বও নিয়েছেন। আর এই নিয়েই সমালোচনার ঝড় উঠেছে শিক্ষক মহল ও শিক্ষানুরাগীদের একাংশের মধ্যে। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ভুঁইয়ার সাথে কথা বলে জানা যায়, খাতা দেখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণরঞ্জন নায়েক যোগ্যতা অনুযায়ী আপার প্রাইমারি স্তরের শিক্ষক। একাদশ বা দ্বাদশ শ্রেণীর ক্লাস তিনি নেন না। এই যোগ্যতায় সাধারণত উচ্চমাধ্যমিকের বোর্ডের খাতা দেখার নজির তাঁর কাছে নেই। পঙ্কজবাবু বলেন উচ্চমাধ্যমিক কাউন্সিলের তরফে বিদ্যলয়ের ই-মেলে একটি চিঠি পেয়েছি, চিঠিতে উচ্চ মাধ্যমিকের বোর্ডের পরিক্ষার ইতিহাস বিষয়ের খাতা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে পাশ কোর্সের স্নাতক শিক্ষককে।
HS Result 2024
আরও পড়ুন : রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার তিন
আরও পড়ুন : দাসপুর এবং গড়বেতায় চোলাই অভিযান আবগারি পুলিশের, গ্রেফতার দুই
চিঠিটি যেহেতু বিদ্যালয়ের ই-মেলে এসেছে তাই বিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট মহলে খাতা দেখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি ইনফরমেশন সংশ্লিষ্ট মহলে জানিয়ে রাখা হবে। খাতা দেখার দায়িত্ব সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়ের ওই দায়িত্ব প্রাপ্ত শিক্ষক কৃষ্ণরঞ্জন নায়েককে ফোন করা হলে তিনি গুরুগম্ভীর মেজাজে জানিয়ে দেন, “নো কমেন্ট, ডোন্ট ডিসটার্ব মি এগেন”। কৃষ্ণবাবুর এই প্রতিক্রিয়া কেন? তাহলে কি তাঁকে খাতা দেখার দায়িত্ব দেওয়ার পিছনে বড় কোনো গলদ রয়েছে? প্রশ্নটা উঠছে স্বাভাবিকভাবেই। এই নিয়ে ঘাটাল মহকুমার বেশ কিছু শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, উচ্চমাধ্যমিকের খাতা দেখতে হলে ভারপ্রাপ্ত শিক্ষককে অবশ্যই একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক হতে হবে।
সাধারণত সংশ্লিষ্ট বিষয়ে স্নাতোকোত্তর যোগ্যতা সম্পন্ন শিক্ষকরাই উক্ত বিষয়ের খাতা দেখার দায়িত্ব পেয়ে থাকেন। কিন্তু এনার ক্ষেত্রে কিভাবে এই দায়িত্ব দিল উচ্চমাধ্যমিক কাউন্সিল? এখানে খাতা দেখার মান নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষক সমাজের অনেকেই। অভিভাবক মহলের দাবি বহু স্বপ্ন নিয়ে তাঁরা তাঁদের সন্তানদের পরীক্ষায় বসান, সারাবছর ঘুম উড়ে যায় তাঁদের সন্তানদের যোগ্য শিক্ষায় শিক্ষিত করতে। পরীক্ষা চলাকালীন ঘুম উড়ে তাঁদের। কিন্তু অযোগ্যদের দ্বারা খাতা দেখা মানেই হলো পরীক্ষার্থীরা তাঁদের যোগ্যতা অনুযায়ী নাম্বার না পাওয়া। তাই কৃষ্ণরঞ্জন নায়েকের মত আপার প্রাইমারির শিক্ষকদের দিয়ে উচ্চামাধ্যমিকের বোর্ডের খাতা দেখার বিষয়টা বিবেচনা করার আর্জি জানিয়েছেন ঘাটালের অভিভাবক মহলের অনেকেই।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
HS Result 2024
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper