The Kanyashree Club and administration stopped the marriage of minors
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রশাসনের পক্ষ থেকে লাগাতার সচেতনতার প্রচার চললেও অসচেতনতার ছবি স্পষ্ট। কখনো বাড়ির লোকজন লুকিয়ে অথবা প্রেমে বুঁদ হয়ে নিজে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলছে নাবালিকা মেয়েরা। ফেব্রুয়ারি মাসে জেলা জুড়ে এমন বহু ঘটনা উঠে এসেছে। যেখানে দেখা গিয়েছে নাবালিকা মেয়েরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে ফেলেছে। বেশ কয়েকজন নাবালিকাকে উদ্ধার করে এনেছে পুলিশ। এমনই শালবনী এলাকার এক নাবালিকাকে বিয়ে দিতে উদ্যোগী হন পরিবারের লোকজন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
খবর পেয়ে বিয়ে আটকে দিল বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব। ওই নাবালিকা পশ্চিম মেদিনীপুর জেলার নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই মেয়ের বিয়ে দিতে উদ্যোগী হন পরিবারের লোকেরা। মঙ্গলবার ছিল বিয়ের দিন। নিজে থেকে বিয়ে না আটকাতে পেরে নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে শেষমেষ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব ‘স্বয়ংসিদ্ধা’র বান্ধবীদের মাধমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুদ্ধোদেব চ্যাটার্জীর দারস্থ হয়। বিষয়টি জানতে পেরে তৎপর হয়ে ওঠেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকারা।
Kanyashree Club
আরও পড়ুন : হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল চাঁদমণি
আরও পড়ুন : কোথাও এসকর্ট করে, কোথাও হুলা জ্বালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা
বিদ্যালয়ের তরফে খবর পাঠানো হয় পুলিশ, প্রশাসনের বিভিন্ন স্তরে। তৎপরতা দেখানো হয় প্রশাসনের পক্ষেও। কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের সাথে নিয়ে শালবনী ব্লকের সৈয়দপুর এলাকার ছাত্রীটির বাড়িতে যান শিক্ষক-শিক্ষিকারা। পৌঁছে যায় প্রশাসনের প্রতিনিধিরা। পরিবারের লোকেদের সচেতন করার মধ্য দিয়ে বন্ধ হয় বিয়ে। বাড়ির লোকেরা কথা দেন মেয়ে সাবালিকা না হলে আর বিয়ের দেওয়ার চেষ্টা করবেন না। ওই নাবালিকা ছাত্রী জানায়, সে পড়াশোনা চালিয়ে যেতে চায়। বিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ওই ছাত্রীর পড়াশোনার সমস্ত দায়িত্ব বিদ্যালয় গ্রহণ করবে।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kanyashree Club
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper