ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অনির্দিষ্টকালের জন্য ‘রেল-রোড চাক্কাজাম’ উঠে গেল প্রথম দিনেই। তবে দাবি না মিটলে ফের অবরোধের হুঁশিয়ারি আদিবাসী সংগঠনের। জনগণনায় সারনা ধর্মের পৃথক কোডের উল্লেখ করা, মারাং বুরু বাঁচাও, জৈনদের হাত থেকে ঝাড়খন্ডের পরেশনাথ পাহাড়কে আদিবাসী জনজাতিদের হাতে তুলে দেওয়া সহ একাধিক দাবিতে বাংলা সহ পাঁচ রাজ্যে শনিবার অনির্দিষ্টকালের জন্য ‘রেল-রোড চাক্কাজাম’-এর ডাক দিয়েছিল ‘আদিবাসী সিঙ্গেল অভিযান’।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এদিন সকাল থেকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বর্ডার খেমাশুলিতে রেল ও জাতীয় সড়ক অবরোধ করে সংগঠনের কর্মী সমর্থকরা। ভোর থেকে রেললাইন অবরোধ শুরু করে। খবর পেয়ে রেল পুলিশ গিয়ে তাদের হটিয়ে দেয়। কর্মী সংখ্যা অনেক কম থাকায় তাদের হঠাতে সক্ষম হয়েছে রেল পুলিশ। পরে সংখ্যা বৃদ্ধি পেলে জাতীয় সড়ক অবরোধ করে সকাল এগারোটায়। তাও দীর্ঘস্থায়ী হয়নি। বেলা বারোটা নাগাদ অবরোধ তুলে নেয়।
Rail Roko
আরও পড়ুন : লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল, ওভার ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা
আরও পড়ুন : ঘাটালে পাগলা কুকুরের কামড়ে জখম স্কুল পড়ুয়া সহ প্রায় ২০ জন
সংগঠনের ঝাড়গ্রাম জেলা সভাপতি সঞ্জয় হেমব্রম বলেন, “আমরা আজকে প্রাথমিকভাবে দাবি জানালাম। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি কোন সাড়া না মেলে ফের ১১এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ‘রেল-রোড চাক্কাজাম’ কর্মসূচি শুরু হবে।” এদিন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও, ঝাড়গ্রামে ব্যাহত হয়েছে বাস চলাচল। খড়্গপুর ডিভিশনে ব্যাহত হয়েছে রেল চলাচলও। অবরোধস্থলের রুটে বাতিল হয়েছে একাধিক ট্রেন।
আরও পড়ুন : ধানের খোঁজে মেদিনীপুর সদরে হাতির পাল ভাঙল বাড়ি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Rail Roko
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper