Pascim Medinipur : গালুডি জলাধার থেকে জল ছাড়ায় সুবর্ণরেখা নদীতে জল বাড়ছে। নদীতে জল বাড়ায় আতঙ্কিত নদী তীরবর্তী কেশিয়াড়ি ও দাঁতন ১ ব্লকের বেশ কয়েকটি গ্রামের মানুষ। দুটি ব্লকের নদী তীরবর্তী এলাকাগুলি রবিবার বিকেলে পরিদর্শন করলেন জেলা শাসক আয়েশা রানি।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গালুডি জলাধার থেকে জল ছাড়ায় সুবর্ণরেখা নদীতে জল বাড়ছে। নদীতে জল বাড়ায় আতঙ্কিত নদী তীরবর্তী কেশিয়াড়ি ও দাঁতন ১ ব্লকের বেশ কয়েকটি গ্রামের মানুষ। দুটি ব্লকের নদী তীরবর্তী এলাকাগুলি রবিবার বিকেলে পরিদর্শন করলেন জেলা শাসক আয়েশা রানি। সঙ্গে ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।
শনিবার দুপুর থেকে একের পর এক গ্রামে জল ঢুকতে শুরু করে। প্লাবিত হয় কয়েকটি কাঁচা বাড়ি। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দাঁতনের বারাসতি, বেলমূলা, বড়া ও কেশিয়াড়ির আমিলাসাই, উত্তর ও দক্ষিণ ডম্বুরকোলা, হরিপুরা, কুলবনি এলাকা। প্রশাসন জানাচ্ছে, শনিবার রাত থেকে কয়েক দফায় গালুডি জলাধার থেকে প্রায় ছয় লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে।
রবিবার সকাল দশটার সময় যে জল ছাড়া হয়েছে তা এদিন রাতে বাড়তে পারে। তাই নদী তীরবর্তী এলাকাগুলি থেকে মানুষদের নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে। শুধু মানুষ নয়, গবাদি পশুও সরিয়ে দেওয়া হচ্ছে রেসকিউ সেন্টারগুলোতে। কেশিয়াড়িতে ছয়টি রেসকিউ সেন্টার খুলেছে প্রশাসন। প্রশাসন জানাচ্ছে, গণসরিষা, উত্তর ডম্বুরকোলা, হরিপুরা প্রাথমিক বিদ্যালয়, কুলবনি হাইস্কুল, ডাডরা ও জ্যোতিকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়।
এলাকার মানুষদের এলাকা থেকে সরানো হচ্ছে। জেলা শাসক দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রশাসনকে। দাঁতন ১ ব্লকের আলিকষা, আঙ্গুয়া, দাঁতন, তররুই গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামে বিকেলে জল উঠতে শুরু করেছে। জেলা শাসক এলাকা ঘুরে প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সকাল থেকে এলাকাগুলোতে মাইক প্রচার করা হচ্ছিল।
দাঁতনের চারটি এলাকায় রেসকিউ সেন্টার করেছে প্রশাসন। এলাকার মানুষের বক্তব্য, প্রতিবছর বর্ষাকালে নদীর কারণে একই দুর্ভোগ পেতে হয়। দুই ব্লকে কয়েকটি কাঁচা বাড়ি নষ্ট হয়েছে। জেলা শাসক বলেন,” নীচু এলাকাগুলো থেকে মানুষ ও গবাদি পশুদের সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন থেকে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে।” বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন,” বিডিও-সহ স্থানীয় প্রশাসন তৎপর। রেসকিউ সেন্টারগুলোতে বিকেল থেকেই মানুষদের সরানো চলছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Pascim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper