Elephant breaks electric fencing to prevent elephants from entering Medinipur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরে হাতির প্রবেশ আটকাতে বৈদ্যুতিক ফেন্সিংয়ের বেড়া দিয়েছে বন দফতর। উত্তরবঙ্গের মডেল কার্যকরী করেছে মেদিনীপুর বনবিভাগে। মেদিনীপুর শহর ও শহরতলী এলাকাতে হাতি যাতে প্রবেশ করতে না পারে তার জন্য ১০ কিলোমিটার এলাকা জুড়ে করা হয়েছে বৈদ্যুতিক ফেন্সিং। সেই ফেন্সিং ভেঙে ফেলল হাতি। কয়েকদিন ধরে একটি দল ছুট হাতি মুচিবেড়িয়ার জঙ্গলে আশ্রয় নেয়। রাত হলে চেষ্টা করে লোকালয়ে প্রবেশের।
সেই সময় মুড়াকাটা এলাকায় বৈদ্যুতিক ফেন্সিংয়ের খুঁটি ভেঙে ফেলে। তাতে প্রশ্ন উঠছে, হাতি আটকানোর জন্য যে বেড়া দেওয়া হল, কোনো বাধা না পেয়ে কিভাবে ভেঙে ফেলল? অনেকে বলেন, যে পরিমাণ বিদ্যুৎ দেওয়া রয়েছে তারে, তাতে হাতির কোনো কিছুই মনে হয় নি। ঘটনার পরই তদন্তে নামে বন দফতর। চিন্তায় ফেলে বনকর্তাদের। জঙ্গল ঘুরে দেখেন এক জায়গায় তার ছিঁড়ে গিয়েছে। যে কারণে মুড়াকাটা এলাকার কিছু অংশে বিদ্যুৎ নেই।
উল্লেখ্য, এই কাজের জন্য উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞ দুই যুবক এসেছিলেন। দুই মাস আগে কাজ সম্পন্ন করে গিয়েছেন। তারা দাবি করেছেন, এর ফলে হাতি আটকানো সম্ভব হবে। মেদিনীপুর রেঞ্জের আধিকারিক পাপন মহান্ত মানছেন মুড়াকাটা এলাকায় হাতিতে বৈদ্যুতিক ফেন্সিংয়ের বেড়া ভেঙেছে। বিষয়টি খতিয়ে দেখে তিনি জানান, জঙ্গলের ভেতরে গাছ পড়ে তার ছিঁড়ে গিয়েছিল। যে কারণে ওই অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় হাতিতে সহজে ভেঙে ফেলেছে। দ্রুত মেরামত করা হবে বলেও জানান তিনি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Electric Fencing
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore