Home » Tribal Day 2022 : ৭৫২টি আদিবাসী পরিবারকে পাট্টা প্রদানের মধ্য দিয়ে আদিবাসী দিবস পালন মেদিনীপুরে

Tribal Day 2022 : ৭৫২টি আদিবাসী পরিবারকে পাট্টা প্রদানের মধ্য দিয়ে আদিবাসী দিবস পালন মেদিনীপুরে

by Biplabi Sabyasachi
0 comments

Tribal Day 2022 : আদিবাসী পরিবারে পাট্টা প্রদান, ধামসা-মাদল, চাষের সামগ্রী, মেধাবী পড়ুয়ার বই তুলে দেওয়ার মধ্য দিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে আদিবাসী দিবস পালিত হল মেদিনীপুর শহরে প্রদ্যোৎ স্মৃতি সদনে। যেখানে কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত হয়েছিলেন। সম্মান জানানো হয় আদিবাসী নেতাদের।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আদিবাসী পরিবারে পাট্টা প্রদান, ধামসা-মাদল, চাষের সামগ্রী, মেধাবী পড়ুয়ার বই তুলে দেওয়ার মধ্য দিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে আদিবাসী দিবস পালিত হল মেদিনীপুর শহরে প্রদ্যোৎ স্মৃতি সদনে। যেখানে কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত হয়েছিলেন। সম্মান জানানো হয় আদিবাসী নেতাদের।

Tribal Day 2022
নিজস্ব চিত্র

আরও পড়ুন : এনভিএফ-এর চাকরি পেতে বাবা বদল! মেদিনীপুর শহরে গ্রেফতার অভিযুক্ত

উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানি, জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, সহ বিভিন্ন কর্মাধ্যক্ষ ও বিশিষ্টজনেরা। বিরসা মুণ্ডার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন অনুষ্ঠানে ৩১৫ জন আদিবাসী পরিবারকে পাট্টা প্রদান করা হয়। গোটা জেলায় মোট ৭৫২টি আদিবাসী পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : দলমার দামাল বাড়ি ভেঙে সাবাড় করে দিল রেশনের চাল, সারা মাসের ভাতের জোগাড় নিয়ে শালবনীতে চিন্তায় পরিবারগুলি

Tribal Day 2022

ছ’টি আদিবাসী সাংস্কৃতিক দলের সদস্যদের হাতে ধামসা মাদল, পাঁচজন লোধা সম্প্রদায়ের মানুষকে চাষের সামগ্রী, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগারো জন মেধাবী পড়ুয়ার হাতে বই তুলে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। ১০টি ক্লাবকে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠান থেকে। পাশাপাশি ১০ জনকে কৃষকবন্ধু, ১২ জনকে জাতিগত শংসাপত্র ও জয় জহার ভাতাও তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ‘পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার হলে পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত করা হবে!’ মন্তব্য শুভেন্দুর

জেলা শাসক আয়েশা রানি বলেন, “সমস্ত সম্প্রদায়ের সাথে আদিবাসীদের জন্যও মুখ্যমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। যা আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি। উপস্থিত সমস্ত আদিবাসী সম্প্রদায়ের জন প্রতিনিধিদের কাছে অনুরোধ আপনাদের বাড়ির ছেলে-মেয়েরা যাতে বিদ্যালয় ছুট না হয়ে যায় তার দিকে লক্ষ্য রাখবেন। সকলকে পড়াশোনা করাবেন ৷

আরও পড়ুন : নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা, দীঘায় জারি সতর্কবার্তা

সরকার আপনাদের সমস্ত রকমের সহযোগিতা করবে।” অজিত মাইতি বলেন, “দেশমাতাকে ইংরেজদের হাত থেকে উদ্ধার করতে বিরসা মুণ্ডার অবদান অনস্বীকার্য। তাঁকে দেখে লক্ষ লক্ষ আদিবাসী তির ধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছিল। তাঁর ইতিহাস অনস্বীকার্য ৷ আমরা সেই বীরদের শ্রদ্ধা জানাই ৷”

আরও পড়ুন : বিকল অধিকাংশ পথবাতি! সন্ধ্যা নামলেই আঁধারে ডোবে বিদ্যাসাগরের জন্মভূমি ঘাটালের বীরসিংহ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Tribal Day 2022

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.