Home » Elephant Attack : তিনদিনে মেদিনীপুর সদরে হাতির হানায় ক্ষতি ১০০ বিঘার ধান, হাতির পালকে সরাতে গিয়ে হেনস্থার শিকার হুলা টিম

Elephant Attack : তিনদিনে মেদিনীপুর সদরে হাতির হানায় ক্ষতি ১০০ বিঘার ধান, হাতির পালকে সরাতে গিয়ে হেনস্থার শিকার হুলা টিম

by Biplabi Sabyasachi
0 comments

100 bighas of paddy was damaged by elephant attack in Medinipur Sadar in three days, hula team was harassed while moving the elephants.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত তিনদিন আগে মেদিনীপুর সদর ব্লকে প্রবেশ করে ৫০ টি হাতির একটি পাল। কলাইকুন্ডা থেকে আগত হাতির পাল তিন দিনেই ১০০ বিঘার বেশি পাকা ধানের জমিতে ক্ষতি করেছে। শুক্রবার রাতে হাতির পাল ধান জমির দিকে এগোলেই সরাতে গিয়েছিল হুলা টিম। ক্ষতিগ্রস্ত ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ হুলা টিমের সদস্যদের ঘিরে ধরে ছাড়িয়ে নেই সামগ্রী। ঘটনাটি মেদিনীপুর সদরের মণিদহ গ্রাম পঞ্চায়েতের ফরিদচক এলাকায়। একই এলাকায় একাধিকবার হেনস্থার ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে হুলা টিমের সদস্যদেরও। পরবর্তী দিনে কাজে যেতেও অনীহা!


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

বন দফতর থেকে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে ঝাড়গ্রাম ও খড়্গপুর থেকে ৪০ টির বেশি হাতি প্রবেশ করেছিল মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায়। তারপর তিনদিন আগে আরও ৫০ টি হাতি প্রবেশ করে। এই মুহূর্তে চাঁদড়া সহ বিস্তীর্ণ এলাকায় জমিতে ধান পেকে গিয়েছে। পাকা ধানের জমিতে ধান খাওয়া ছাড়াও সেই জমির উপর দিয়ে বিশাল হাতির পালের যাতায়াতে নষ্ট হয়েছে বহু। কৃষকদের দাবি ক্ষতির পরিমাণ ১০০ বিঘারও বেশি। এই পরিস্থিতিতে হাতি সরাতে ময়দানে নামে হুলা টিমের সদস্যরা।

Elephant Attack

বৃহস্পতিবার রাতে ৪০ টি হাতির পাল শুকনাখালির জঙ্গল থেকে পলাশিয়ার মাঠে নামতেই তৈরি থাকা হুলা টিম তাদের সরানোর কাজ শুরু করে। কংসাবতী নদী পার করার লক্ষ্যে ফরিদচক এলাকায় পৌঁছলেই উল্টো দিকের থাকা গ্রামের বাসিন্দারা তাদের ঘিরে ধরে। তাদের ধানের জমির উপর দিয়ে হাতি গেলে ব্যাপক পরিমাণে চাষ নষ্ট হবে এই দাবি করে হাতি তাড়ানো বন্ধ করে দেয়। ছাড়িয়ে নেওয়া হয় হুলা টিমের সদস্যদের কাছে থাকা বিভিন্ন সামগ্রী।

Elephant Attack
নিজস্ব চিত্র

আরও পড়ুন : আগুন লাগার পর হুঁশ ফিরল পৌরসভার, মেদিনীপুরে খোঁজ শুরু বহুতল মেসগুলির

তীব্র উত্তেজনা তৈরি হয় ফরিদচক এলাকায়। শেষ পর্যন্ত হাতির পালকে কংসাবতী নদী পার করে কলাইকুন্ডার জঙ্গলে পাঠাতে সক্ষম হয়। একটি পাল গেলেও এখনও ৫০ টি হাতি রয়ে গিয়েছে চাঁদড়ার জঙ্গলে। নতুন করে ক্ষতির আশংকা। চাঁদড়ার হুলা টিমের নেতা অমিত মাহাত বলেন, “জঙ্গল থেকে ৪০ টি হাতির একটি পাল পলাশিয়ার ধান জমিতে নেমে গেলে হাতিগুলিকে আমরা সরাতে যায়। সেই সময় ফরিদচক এলাকার কিছু মানুষজন আমাদের হুলা ছাড়িয়ে হেনস্তা করে।

এর আগেও ওই এলাকায় আমাদের হুলা টিমের সদস্যদের মারধর ও হেনস্থা করেছে। পুনরায় এদিন রাতে আবার হেনস্থা করে মারধরের হুমকি দিয়েছে। দিনরাত এক করে কাজ করতে গিয়ে এই ভাবে প্রতিদিন মারধরের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। এরপর লোকালয় থেকে হাতি সরানোর কাজে গেলে বন দফতরে নিরাপত্তার ব্যবস্থার দাবি জানিয়েছি। পাশাপাশি হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছি।”

আরও পড়ুন : মেদিনীপুরে শর্টসার্কিট থেকে আগুণ! দমকলের চেষ্টায় ২ ঘন্টায় নিভল আগুণ

আরও পড়ুন : অ-আদিবাসীদের ST সম্প্রদায় ভুক্ত করা চলবে না, জেলা শাসক দপ্তর অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচি আদিবাসীদের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Elephant Attack

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.