Home » Midnapore : প্রশাসনকে ‘চ্যালেঞ্জ’ জানিয়ে পুজোয় শহরে অটো চালানোর হুঁশিয়ারি, টোটো চালানোর দাবিতে ডেপুটেশন

Midnapore : প্রশাসনকে ‘চ্যালেঞ্জ’ জানিয়ে পুজোয় শহরে অটো চালানোর হুঁশিয়ারি, টোটো চালানোর দাবিতে ডেপুটেশন

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরে যানজট এড়াতে পুজোর ষষ্ঠী থেকে দশমী শহরের রাস্তায় বন্ধ থাকবে টোটো-অটো, এমনই জানিয়েছিল মেদিনীপুর পৌরসভার ও প্রশাসন। তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে অটো চালানোর হুঁশিয়ারি শাসকদলের অটো ইউনিয়নের। সংগঠনের সভাপতি সিরাজ আলি বলেন, “প্রতিবছর পুজোর সময় অটোগুলোকে বন্ধ করে দেয় প্রশাসন। মেদিনীপুর শহরের সমস্যা টোটো নিয়ে, অটো নিয়ে নয়। সেখানে টোটো সমস্যা সমাধানে ব্যর্থ প্রশাসন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore
নিজস্ব চিত্র

আমরা সিদ্ধান্ত নিয়েছি পুজোর ক’টা দিন পঞ্চমী থেকে দশমী প্রশাসন অটো বন্ধ করার যে চিন্তা ভাবনা নিয়েছে তারই বিরুদ্ধে আমরা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত অটো চালাবো। শহরবাসীকে পুজো মন্ডপ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অটো চালানো হবে সুষ্ঠুভাবেই। ফলে পুজোর দিনগুলি প্রশাসন অটো নিয়ে না ভেবে টোটো নিয়ে ভাবুক। অটো নিয়ে কোন সমস্যা থাকলে ইউনিয়নকে জানালে সমাধান করা হবে।” পাশাপাশি সারা বাংলা টোটো চালক ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে পুজোর সময় মেদিনীপুর শহরে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করবার প্রতিবাদে সোমবার জেলা শাসক, মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয়।

Midnapore

আরও পড়ুন : বন্যা মোকাবিলায় ঘাটালে পৌঁছালো জাতীয় এবং রাজ্য বিপর্ষয় উদ্ধারকারী বাহিনী, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসক-পুলিশ সুপার সহ ঘাটালের পদস্থ আধিকারিকরা

দাবি করেছে, পুজোর দিনগুলিতে সময়সীমা নির্দিষ্ট করে সমস্ত টোটো চলাচল করতে দিতে হবে, টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ রেখে বয়স্ক ও অসুস্থ মানুষদের প্রতিমা দর্শন বন্ধ করা যাবে না, বৈধ-অবৈধ নাম করে টোটো চালকদের মধ্যে বৈষম্য করা চলবে না, সমস্ত টোটো চালকদের সরকারি রেজিস্ট্রেশন ও পরিবহন শ্রমিকের স্বীকৃতি প্রদান করতে হবে। সংগঠনের জেলা নেতা দীনেশ মেইকাপ বলেন, “প্রশাসন যে নির্দেশিকা জারি করেছে পুজোর সময় টোটো চালকদের তা লাগু হলে হাজার হাজার টোটো চালক পরিবারের ছেলেমেয়েরা পুজোর আনন্দ থেকে বঞ্চিত হবে। বর্তমানে চূড়ান্ত দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের সংকটে জর্জরিত বহু অসহায় পরিবারের রুটি-রুজি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয় শহর ও শহরতলির সাধারণ দরিদ্র নিম্নবিত্ত মানুষেরা খুবই সমস্যায় পড়বেন।”

আরও পড়ুন : ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে গ্রাহককে ফোন, অ্যাকাউন্ট থেকে দু’দফায় কুড়ি হাজার টাকা গায়েব

আরও পড়ুন : IIT Delhi ও Kharagpur এর উদ্যোগে Robotics এর প্রশিক্ষণ শিবির মেদিনীপুর কলেজে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.