বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন :ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ মেদিনীপুর শহরে। কয়েক হাজার মানুষ শনিবার দুপুরে মেদিনীপুর শহরে মিছিল করে হাজির হয়েছিলেন কালেক্টরেট মোড়ে জেলা শাসক দফতরের সামনে। সেখানে ওয়াকফ বাঁচাও মহাসভা করেন। সভা থেকে লিখিত ডেপুটেশন দেওয়া হয়েছে জেলা শাসককে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/4 এই আইনের বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই পশ্চিম মেদিনীপুরে দফায় দফায় প্রতিবাদ ধ্বনিত হয়েছে। ঘাটাল, দাসপুর, কেশপুর, মেদিনীপুর সদর সর্বত্র এই প্রতিবাদ হয়েছে। শনিবার দুপুরে মেদিনীপুর শহরে মুসলিম সম্প্রদায়ের লোকজনেরা একত্রিত হয়ে মিছিলে সামিল হলেন। নেতৃত্বে ছিলেন মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান।
আরও পড়ুন : শালবনীতে বজ্রপাতে মৃত এক, আহত সাত, মৃত পরিবারে আর্থিক সহায়তা
আরও পড়ুন : দ্রুত উড়ালপুর নির্মাণের কাজ সম্পন্ন করার দাবীতে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ
3/4 মেদিনীপুর শহরের রিংরোডে মিছিল করে বিক্ষোভ দেখান জেলা শাসক দফতরের সামনে। সেখানে ওয়াকফ বাঁচাও মহাসভার আয়োজন করা হয়েছিল। সরফরাজ বলেন- “কেন্দ্রীয় সরকারের বিরুপ মানসিকতা থেকে এই আইন তৈরী। বর্তমানে সুপ্রিম কোর্ট তাতে প্রশ্ন রেখেছে। কেন্দ্র সরকার কিছুটা সময় চেয়েছে জবাব দিতে।
আরও পড়ুন : একসঙ্গে ৪ শিক্ষকের চাকরি বাতিল চন্দ্রকোনার স্কুলে
আরও পড়ুন : দ্রুত উড়ালপুর নির্মাণের কাজ সম্পন্ন করার দাবীতে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ
4/4. আমরা এটার প্রতিবাদ জানাব ব্যাপক ভাবে। প্রয়োজনে দিল্লী গিয়েও আন্দোলন করতে পারি দাবি আদায় না হওয়া পর্যন্ত। সেজন্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে আবেদন করবো আমরা সঙ্গ দেওয়ার জন্য। আমাদের আন্দোলনকারীদের সকলকেই পুরো আন্দোলন শান্তিপূর্ণ ও আইনের পথে করার আবেদন করেছি।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Waqf protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper