Conflict
আরও পড়ুন ঃ–শালবনীতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের
পত্রিকা প্রতিনিধিঃ তোমার নাম আমার নাম নন্দীগ্রাম, নন্দীগ্রামে আন্দোলনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মানুষ চিনেছিল নন্দীগ্রামের মানুষকে। তার ফলে নন্দীগ্রামের আন্দোলন এবং সিঙ্গুর আন্দোলনের ফলেই বামফ্রন্ট সরকার পরিবর্তন হয়ে মা মাটি মানুষের সরকার এসেছিলেন। এবার ২১ শে নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দীতা করছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, গত ১লা এপ্রিল ২১ শে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। আর তার আগেই জেলাজুড়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। এরপর গত ২৭শে মার্চ বিজেপির দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। তারপর গত ৩০শে মার্চ ওই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে দেখাও করেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার পর রাজনৈতিক হিংসায় নন্দীগ্রামে মৃত্যু হয় রবীন্দ্রনাথ মান্না নামের এক তৃণমূল কর্মীর। মৃত ওই তৃণমূল কর্মীর বাড়ি নন্দীগ্রামের বয়াল- ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বলরামপুর গ্রামে। গত ২৭শে মার্চ নন্দীগ্রামে বিজেপি- তৃণমূল সংঘর্ষে গুরুতরভাবে জখম হয়েছিলেন নন্দীগ্রামের ওই তৃণমূল কর্মী। আর এই ঘটনার পর তাকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তবে তার অবস্থার অবনতি হলে পরে তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এরপর চিকিৎসা চলাকালীন আজ, শুক্রবার ভোর সকালে তার মৃত্যু হয়। এ প্রসঙ্গে শেখ সুফিয়ান বলেন, ‘কলকাতা থেকে আমাদের রাজনৈতিক সহকর্মী রবীন মান্নার মরদেহহ আসার পর নন্দীগ্রাম থানার সামনে অবস্থান বিক্ষোভ করবে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। শহিদ রবীন মান্নার হত্যায় যে সকল বিজেপির বহিরাগত গুন্ডা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে। এই হামলার ঘটনার পর থেকেই পুলিশে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও বিজেপির গুন্ডাদের কাউকেই এখনও গ্রেপ্তার করা হয়নি’। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেই দাবি বিজেপি নেতৃত্বের। তৃণমূল আসলে নন্দীগ্রামে হেরে যাবে সেটা বুঝতে পেরেছে তাই এখন মিথ্যা নাটক করছে। নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হারছেন আর শুভেন্দু অধিকারী জিতছেন বলেই জানাচ্ছেন স্থানীয় বিজেপি নেতারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Conflict
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore