Three youths were arrested for cutting trees from the Pirakata forest in Paschim Medinipur district.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাতের অন্ধকারে গাছ কেটে পাচারের ঘটনায় গ্রেফতার তিন যুবক। ঘটনাটি শালবনী ব্লকের পিড়াকাটা এলাকায়। রাত হলেই জঙ্গল এলাকা থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক দামি গাছ। শালবনী, গোয়ালতোড়, চাঁদড়া প্রভৃতি এলাকার জঙ্গল থেকে শাল, সেগুন, আকাশমণি সহ অন্যান্য মূল্যবান গাছ পাচার হওয়ার ঘটনা ঘটেছিল। তারপরই কড়া নজরদারি চালায় বনদপ্তর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সম্প্রতি পিড়াকাটার অভয়ার জঙ্গল থেকে মোটা শাল ও আকাশমনি গাছ কেউ বা কারা রাতের অন্ধকারে কেটে পাচার করছে বলে অভিযোগ ওঠে। এরপরই অভিযানে নামে পিড়াকাটা রেঞ্জের বনকর্মীরা। রাতেও চলে নজরদারি। বুধবার রাতে এমনই তিন যুবক পিড়াকাটার বড়কেউদি এলাকার জঙ্গল থেকে আকাশমণি গাছ কেটে পাচার করার চেষ্টা করে। কেটে ফেলে একটি আকাশমণি গাছ। বাকি গাছ কাটার আগেই তাদের হাতেনাতে ধরে ফেলেন বনকর্মীরা। বনদপ্তর থেকে জানা গিয়েছে ওই তিন যুবকের নাম দুশাসন গড়াই, আশিস পাত্র, অনাদি কর্মকার।
Paschim Medinipur
আরও পড়ুন : হাসপাতালে দেখা মেলে না সিনিয়র চিকিৎসকদের! মেয়েকে বাঁচাতে মন্ত্রীর পা ধরলেন বাবা-মা
আরও পড়ুন : রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেল চারজন
বাড়ি শালবনীর বিভিন্ন গ্রামে। বৃহস্পতিবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই ওই জঙ্গলে বেশ কিছু গাছ কেউ বা কারা কেটে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। সেইমত রাতেও নজরদারি চলে। তিন যুবককে গ্রেফতার করে তদন্ত চালানো হচ্ছে গোয়ালতোড় এবং চাঁদড়া এলাকা থেকে যে গাছ চুরির ঘটনা ঘটেছিল তার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা। পিড়াকাটা রেঞ্জের আধিকারিক মনোজিৎ শীট মানছেন রাতের অন্ধকারে গাছ কাটার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন : মর্মান্তিক! নিজের বাড়িতে ইলেকট্রিক শকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
আরও পড়ুন : একনাগাড়ে বৃষ্টি, জমিতে জমছে জল! পশ্চিম মেদিনীপুরে মাথায় হাত আলু চাষীদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper