Miscreants Arrested in Kharagpur : মুখ্যমন্ত্রীর নির্দেশ ও হুঁশিয়ারির পরে পুলিশ সতর্ক হয়েছিল। তারপর থেকেই লাগাতার অভিযানে খড়্গপুর মহকুমাতে একের পর এক ধরা পড়ল দুষ্কৃতি। তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পরিস্থিতি আরও নিয়ন্ত্রনে রাখতে এদিনই খড়্গপুরে ২০ টি অতিরিক্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মুখ্যমন্ত্রীর নির্দেশ ও হুঁশিয়ারির পরে পুলিশ সতর্ক হয়েছিল। তারপর থেকেই লাগাতার অভিযানে খড়্গপুর মহকুমাতে একের পর এক ধরা পড়ল দুষ্কৃতি। বিহার থেকে জেলাতে হোটেলে ছদ্মবেশে লুকিয়ে থাকা দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালেও খড়্গপুর শহরে ১০ দুষ্কৃতিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা।
আরও পড়ুন : মেদিনীপুর সদরে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ পরিবারের বিরুদ্ধে

তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পরিস্থিতি আরও নিয়ন্ত্রনে রাখতে এদিনই খড়্গপুরে ২০ টি অতিরিক্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সক্রিয় করা হয়েছে ১৯ টি নাকাকে। পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন, সম্প্রতি জেলার ডেবরা এলাকার একটি হোটেলে দুই ব্যক্তি আশ্রয় নিয়েছিল ছদ্মবেশে ভুয়ো পরিচয় দিয়ে। তাদের কাছ থেকে বিভিন্ন ভুয়ো পরিচয়পত্র পাওয়া গিয়েছে।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুন! শ্বশুরবাড়ির ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড
Kharagpur


কয়েকমাস ধরে জেলার বিভিন্ন এলাকাতে হোটেলগুলিতে আশ্রয় নিয়ে থেকেছিল তারা। পুলিশ নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে হোটেলে আশ্রয় দেওয়া মালিককেও আটক করেছে পুলিশ। তিনি বলেন, হোটেলে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ভালো করে কেউই পরীক্ষা করছেন না পরিচয়পত্র। যে কারণে দুষ্কৃতিরা আশ্রয় নিতে পারছে। আমরা হোটেলগুলিতেও অভিযান শুরু করেছি।
আরও পড়ুন : কঠিন শ্রমের ফল, UPSC তে ৯৪ তম স্থানে মেদিনীপুরের ইন্দ্রাশিস
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kharagpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore