Drinking Water
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সরস্বতীপুজোর পরের দিন থেকেই খড়ার পুরসভা এলাকার কয়েকটি পরিবারের দশ থেকে বারো জনের বমি ও পায়খানা হওয়া নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে পুরসভা এলাকায়। আন্ত্রিকের উপসর্গ ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি সেই এলাকায় পৌঁছে যায় স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসার পাশাপাশি শুরু হয় কারণ অনুসন্ধান। রোগ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য তৎপর হয়ে ওঠে পুরসভা কতৃপক্ষ সহ মহকুমা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
গতকাল মঙ্গলবার আক্রান্ত পরিবারগুলির সাথে দেখা করেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। তিনি জানান, যারা আক্রান্ত হয়েছিল তারা এখন সবাই ভালো রয়েছে, সকলেই বাড়িতেই চিকিৎসাধীন। নতুন করে আক্রান্তের সংখ্যা আর বাড়েছে না। সকলকে নজরে রেখেছে স্বাস্থ্য কর্মীরা। কিন্তু কি থেকে সেই বমি পায়খানা? স্বাস্থ্য দপ্তরের মতে পানীয় জল থেকে এই রোগ ছড়াইনি।
Drinking Water
আরও পড়ুন : শালবনীতে সরস্বতী প্রতিমার বিসর্জনে ডিজের দাপট, গ্রেফতার ৬, বাজেয়াপ্ত ডিজে বক্স সহ মেশিন
কারণ পানীয় জল থেকে হলে এলাকার অধিকাংশ পরিবারই আক্রান্ত হত কিন্তু তা হয়নি, কেবল মাত্র নিদিষ্ট কয়েকটি পরিবেরের ক্ষেত্রেই এই সমস্যা দেখা গেছে । এই নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রসূন জানা বলেন, রোগের যে লক্ষনগুলি দেখা গেছে তা আন্ত্রিকের পর্যায়ে পড়েনা। তবে কয়েকজনের বমি পায়খানা হয়েছিল যা খাবার থেকেও হতে পারে। তিনি আরও জানান যারা আক্রান্ত হয়েছিল প্রত্যেককেই নজরদারির মধ্যে রাখা হয়েছে, তাদের বেশিরভাগ সুস্থ হয়ে গিয়েছে।
ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে খড়ার পুরসভার চেয়ারম্যান সন্যাসী দোলই বলেন, বর্তমানে পানিয় জল পরিক্ষার জন্য মেদিনীপুর পরিক্ষাকেন্দ্রে জলের নিদর্শন পাঠানো হয়েছে। প্রতি নিয়ত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে। পানীয় জল ট্রাঙ্ক থেকে সরবরাহ না করে সরাসরি পাম্প থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। চারিদিকে ব্লিচিং সহ অন্যান্য প্রতিষেধক দেওয়া হয়েছে। প্রশাসন সজাগ রয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Drinking Water
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper