ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পাল হাতিকে ‘শান্তিপূর্ণ’ ভাবে সরাতে সক্ষম হলেও, দলছুট হাতির তাণ্ডবে নাজেহাল অবস্থা বনদপ্তরের। দিনভর ঘুম ছুটলো বনকর্মীদের। হাজার হাজার মানুষের ভিড়ে দুর্ঘটনার আশংকা। শনিবার সকালে মেদিনীপুর সদরের চাঁদড়ার কংসাবতী নদী সংলগ্ন কুন্ডলবনী এলাকায় ঢুকে পড়ে একটি দলছুট হাতি। একাধিক বাড়িতে ভাঙচুর চালায়। মৃত্যু হয়েছে গবাদি পশুর। দুটি মোটর বাইক ও একটি সাইকেল ভেঙে ফেলে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
জঙ্গলে ফিরে না গিয়ে হাতিটি গ্রামের মধ্যে থাকা বাঁশ গাছের ঝোপের মধ্যে ঢুকে পড়ে। সারাদিন সেখান থেকে জঙ্গলপথে যাওয়ার কোন সম্ভাবনাই দেখা যায়নি। খবর চাউর হতেই হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। বনকর্মীরা পৌঁছে হাতিটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও হাজার হাজার মানুষের ভিড়ে ঝুঁকি নিতে চাননি তারা।
Elephant Attack
আরও পড়ুন : বিশ্বকর্মা পুজোর আগে শতাধিক হাতির তাণ্ডব মেদিনীপুর সদরে
আরও পড়ুন : মেদিনীপুর শহরে ফুটপাতে দুর্ঘটনার পরই রণংদেহি মূর্তি নিয়ে রাস্তায় পৌরপ্রধান
উল্লেখ্য, ওই হাতিটি শুক্রবার ভোরে পনেরোটি বাড়ি ভেঙে ফেলে। পরে সন্ধ্যাবেলায় চাঁদড়া রেঞ্জ অফিসের পাশে চলে আসায় দেখতে ভিড় জমান স্থানীয়রা। সেই সময় হাতি তাড়া করলে কাঁটা তারে পড়ে গিয়ে জখম হন মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ দে এর ছেলে দেবরাজ দে। তাঁর বাড়ি চাঁদড়াতে। তাকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
হাতিটিকেও বনকর্মীরা কংসাবতী নদী পার করে মানিকপাড়ার দিকে পাঠাতে সক্ষম হয়। কিন্তু ভোর হতেই ফের চাঁদড়ার দিকে ফিরে আসে। সেই সময় কুন্ডলবনী এলাকায় তাণ্ডব চালায়। ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিকরাও। চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা জানিয়েছেন, “মানুষের ভিড়ের জন্য হাতিটিকে ওখান থেকে সরানো সম্ভব হয়নি। হাতিটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।”
আরও পড়ুন : মেদিনীপুর কলেজ রোডে ফাস্টফুডের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট দোকানের ৩ কর্মী, মৃত এক
আরও পড়ুন : বন্ধ বিদ্যালয়ে বাচ্চার কান্নার আওয়াজ! তোলপাড় মেদিনীপুর শহরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper