Chhatradhar Mahato : দুই ছেলের বিয়ে, তাই আদালতে আইনজীবীর মাধ্যমে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন জেলবন্দি ছত্রধর মাহাতো। শুক্রবার ছত্রধর মাহাতোর আবেদন মঞ্জুর করেছে নগর দায়রা আদালত। দুই ছেলের বিয়ের জন্য তাকে ৭ দিন অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতার নগর দায়রা আদালত। তার জন্য তাকে এক লক্ষ টাকা জমা দিতে হয়েছে আদালতে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দুই ছেলের বিয়ে, তাই আদালতে আইনজীবীর মাধ্যমে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন জেলবন্দি ছত্রধর মাহাতো। শুক্রবার ছত্রধর মাহাতোর আবেদন মঞ্জুর করেছে নগর দায়রা আদালত। দুই ছেলের বিয়ের জন্য তাকে ৭ দিন অন্তর্বর্তী জামিন দিয়েছে কলকাতার নগর দায়রা আদালত। তার জন্য তাকে এক লক্ষ টাকা জমা দিতে হয়েছে আদালতে।
আরও পড়ুন : ঝাড়গ্রামে মাওবাদী পোস্টার সাঁটানো ও ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার খোদ পুলিশ কর্মী সহ ৬
সেই সঙ্গে আদালত তাকে বেশ কিছু শর্ত দিয়েছে। সেই শর্তগুলি ছত্রধর মাহাতোকে মেনে চলতে হবে। যদি ছত্রধর মাহাতো আদালতের দেওয়া সমস্ত শর্ত মেনে চলে তাহলে অন্তর্বর্তী জামিনের দিন আরও বাড়তে পারে বলে জানা যায়। ছত্রধর মাহাতোকে প্রতিদিন লালগড় থানায় গিয়ে হাজিরা দিতে হবে। লালগড় থানার বাইরে তিনি বের হতে পারবেন না। অন্তর্বর্তী জামিন পেয়ে তিনি লালগড় থানার আমলিয়া গ্রামে ফিরে আসেন।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে পরকীয়ার অভিযোগে যুবক-যুবতীকে মারধরের ঘটনায় গ্রেফতার ১
ছত্রধর মাহাতোকে ৭ দিনের অন্তর্বর্তী জামিন দেওয়ায় খুশি দুই ছেলে সহ পরিবারের সকলে।তার বড় ছেলের বিয়ে হবে রবিবার এবং আগামী মঙ্গলবার হবে তার ছোট ছেলের বিয়ে। তাই অন্তর্বর্তী জামিন পেয়ে ছত্রধর মাহাতো তার দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। ২০২১ সালের ২৭ এ মার্চ বিধানসভা নির্বাচনের দিন রাতে লালগড় থানার আমলিয়া থেকে ২০১০ সালে রাজধানী এক্সপ্রেস কে হাইজ্যাক করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছত্রধর মাহাতোকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই এ গ্রেফতার করে। সেই দিন থেকে তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছেন।
আরও পড়ুন : বৃষ্টি মাথায় নিয়েই মেদিনীপুরে রথের রশিতে টান ভক্তদের
আগামী রবিবার ৩ জুলাই তার বড় ছেলে ধৃতি প্রসাদের বিয়ে হবে লালগড় থানার পূর্ণাপানি গ্রামে এবং ৫ জুলাই মঙ্গলবার লালগড় থানার করগানালা গ্রামে তার ছোট ছেলে দেবীপ্রসাদের বিয়ে হবে। দুই ছেলের বৌভাতের প্রীতি ভোজের অনুষ্ঠান হবে ৬ জুলাই । তাই আইনজীবীর মাধ্যমে তিনি আদালত আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন । আদালত সেই আবেদন মঞ্জুর করায় ছত্রধর মাহাতো তার দুই ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। তাই ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আমলিয়া গ্রামে ছত্রধর মাহাতোর পরিবারের সকলেই খুশি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Chhatradhar Mahato
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore