The BJP candidate who won the Egra Municipality Election has been beaten, allegations against the Trinamool
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পুরসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে রাজ্যে। এবার মারধরের শিকার হয়ে হাসপাতালে গেলেন খোদ বিজেপির জয়ী প্রার্থী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১৪ নং ওয়ার্ডে। আর এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, এগরা পুরসভা ভোটের ফলাফল প্রকাশের পর উল্লাসে মেতে ওঠে দুই শিবির। তবে এই আনন্দ-উল্লাসের মাঝে দেখা গেল রাজনৈতিক প্রতিহিংসার লড়াই।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে সবুজ ঝড়, ধরাশায়ী বিজেপি, সিপিএম, কংগ্রেস
আরও পড়ুন:- বিজেপি শূণ্য মেদিনীপুর পৌরসভা তৃণমূলের দখলে, আসন কমল কংগ্রেসের
এগরা পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বিজেপির জয়ী প্রার্থী অম্বিকেশ দাস যখন জয়ের উল্লাস শেষ করে বাড়ি ফিরছেন। ঠিক তখনই জয়ী প্রার্থী ও তার সঙ্গীদের ওপর তৃণমূলের বেশ কিছু যুবক মদ্যপ অবস্থায় এসে আচমকাই হামলা চালায় ও একাধিক হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর এই ঘটনার পর আক্রান্ত বিজেপি প্রার্থী কে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশাপাশি এগরা থানায় অভিযোগ নিয়ে যায় বলে জানা যাচ্ছে।
Egra Municipality Election
আরও পড়ুন:- তমলুক , কাঁথি ও এগরায় জয় তৃণমূলের , জয়ের উল্লাসে দলীয় কর্মীরা
আরও পড়ুন:- নিম্নমানের কাজে ভেঙে গেল দাসপুরের নবনির্মিত বাঁধ, জল সংকটে কৃষকরা
এবিষয়ে এগরা পুরসভার বিজেপির নির্বাচনী কনভেনার তাপস দলুই বলেন , এগরার মানুষ বিজেপিকে দুহাত তুলে আর্শীবাদ করেছে। তৃণমূল ভেবেছিল ১৪-০ আসন দখল করবে । কিন্তু সেখানে বিজেপি লড়াই করে ৫ টি ওয়ার্ডে জয়লাভ করেছে। আর এই জয়লাভের সহ্য করতে না পেরে জয়ী প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে। তাছাড়া এইভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়ে কখনো বিজেপি কর্মীদের রুখে দেওয়া যাবেন না। পরবর্তী সময়ে এই গ্রামের মানুষ আবারো তার পূর্ণ জবাব দেবে।
আরও পড়ুন:- ভালো কাজে আইএসও শংসাপত্র পেল পশ্চিম মেদিনীপুর জেলার দুটি থানা
আরও পড়ুন:- বিজেপির ডাকা বনধের সাড়া পড়ল না মেদিনীপুরে
অপরদিকে এগরার তৃণমূল নেতা উত্তম দাসের দাবি, তৃণমূল কংগ্রেস ১৯৯৯ সাল থেকে এগরায় ক্ষমতায় রয়েছে। বিধানসভা ও পৌরসভার কোন দলের প্রার্থী বলতে পারবে না তৃণমূল কংগ্রেস কারোর ওপর হামলা বা মারধর করেছে। তাছাড়া এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। নিজেদের উল্লাসের মধ্যে গন্ডগোল পাকিয়ে নিজেরা মারামারি করে এই ঘটনা ঘটিয়েছে। আর তার পর সমস্ত দোষ তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Egra Municipality Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore