Home » Illegal Timber Mills : পশ্চিম মেদিনীপুরে সিল অবৈধ ৫০ টি কাঠ মিল

Illegal Timber Mills : পশ্চিম মেদিনীপুরে সিল অবৈধ ৫০ টি কাঠ মিল

by Biplabi Sabyasachi
0 comments

Illegal Timber Mills : পশ্চিম মেদিনীপুর জেলার যত্রতত্র গজিয়ে উঠেছে অবৈধ কাঠ চেরাই মিল। বিনা লাইসেন্সে চলছে বহু মিল। এবার সেই মিল গুলিতে হানা দিল বনকর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় গত তিনদিন ধরে প্রায় ৫০ টি কাঠ মিল সিল করে বহু কাঠের গুঁড়ি (লগ) বাজেয়াপ্ত করা হয়েছে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনিক বৈঠকে গাছ কাটা এবং পাচার নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জেলায় বড়োসড়ো অভিযানে নামল বন দফতরের মেদিনীপুর বনবিভাগ। পশ্চিম মেদিনীপুর জেলার যত্রতত্র গজিয়ে উঠেছে অবৈধ কাঠ চেরাই মিল। বিনা লাইসেন্সে চলছে বহু মিল। এবার সেই মিল গুলিতে হানা দিল বনকর্মীরা।

আরও পড়ুন : মেদিনীপুর শহরে চুরি দুটি মন্দিরে, নেশাগ্রস্তদের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা! পুলিশ ব্যবস্থা নিক দাবি কাউন্সিলরের

নিজস্ব চিত্র

বন দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় গত তিনদিন ধরে প্রায় ৫০ টি কাঠ মিল সিল করে বহু কাঠের গুঁড়ি (লগ) বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, মেদিনীপুর বন বিভাগের চন্দ্রকোনা ২, গড়বেতা ৩, গোয়ালতোড় সহ মেদিনীপুর সদরের বিশ্রীপাট, হাতিহলকা, গোলাপীচক, কনকাবতী ও শালবনীর মৌপাল, ভাদুতলা মিলিয়ে ৫০ টি কাঠ মিলে অভিযান চালিয়ে বহু কাঠের গুঁড়ি (লগ) বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুন : ‘ডাক্তার হতে চাই’ ! মাধ্যমিকে দশম হয়ে প্রতিক্রিয়া ঝাড়গ্রামের অরিত্রের

Advertisement

মেশিনগুলি সিল করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও ধরানো হয়েছে আইনি নোটিশ। প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে ২০১১ সালের পর এই প্রথম বড় অভিযানে নামলো বন দফতর। তাও পুলিশ ছাড়া।

আরও পড়ুন : মাধ্যমিকে রাজ্যে তৃতীয় ও পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দেবশিখা

উল্লেখ্য, মেদিনীপুর বনবিভাগের বিভিন্ন জঙ্গল থেকে শাল গাছ কেটে পাচারের ঘটনাও ঘটেছে। গ্রেফতারও হয়েছে একজন। অনেকের ধারণা, ওই শাল গাছগুলি বেআইনি কাঠ চেরাই মিলগুলিতে নিয়ে গিয়ে চেরাই করা হতে পারে। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এটা রুটিন ডিউটি। নিয়মিত অভিযান চলবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Illegal Timber Mills

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.