Robbery
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বাড়ির একাধিক তালা ভেঙে ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চন্দ্রকোনায় (Chandrakona)। খোয়া গেল লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গহনা। গ্রামবাসীদের হাতে পাকড়াও ডাকাত দলের এক সদস্য। ডাকাতি করতে এসে পালাতে না পেরে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বাড়িতে তালা লাগিয়ে আটকে রাখা হল ডাকাত দলের এক সদস্যকে। পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে হাতেনাতে দুষ্কৃতীকে পাকড়াও করল । ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ডের গোলকধামপুর গ্রামে।জানা গিয়েছে,চন্দ্রকোনার গোলকধামপুর গ্রামের বাসিন্দা নিমাই সাঁতরা ১ জানুয়ারি উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।
আরও পড়ুন : বাড়িতে আগুন লেগে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এক ব্যাক্তির! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে
Robbery
বাড়িতে ছিলেন নিমাইয়ের বাবা ও মা। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে রবিবার রাতে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। দীর্ঘক্ষণ ধরে বাড়ির ছয়টি আলমারির তালা ভেঙে লন্ডভন্ড করে জিনিসপত্র। বিষয়টা বুঝতে পারে নিমাই সাঁতরার বাবা মা।ফোনের মাধ্যমে খবর দেওয়া হয় প্রতিবেশীদের। প্রতিবেশীরা বাড়ি ঘেরাও করলে কয়েকজন ডাকাত দলের সদস্যরা জিনিসপত্র নিয়ে পালিয়ে গেলেও একজন পালাতে পারেননি।
আরও পড়ুন : ওড়িশার নিঁখোজ নাবালিকাকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরাল ঝাড়গ্রাম পুলিশ
আরও পড়ুন : মেদিনীপুর শহরে নাবালিকা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার যুবক
নিমাই সাঁতরার বাড়ির ভিতরেই রয়ে যায় সে,ভিতর থেকে দরজা লক করে দেয় গ্রামবাসীরা।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ এসে দরজার তালা ভেঙে উদ্ধার করে ডাকাত দলের ওই সদস্যকে।ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Robbery
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper