Traditional rath yatra is celebrated in East Midnapore on the day of Dol Utsav
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শতাব্দী প্রাচীন দোল উৎসব ও রথযাত্রা ঘিরে মেতে উঠেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাহারপোতা গ্রামের বাসিন্দারা। ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে ঘিরে এলাকার মানুষের আনন্দ ছিল চোখে পড়ার মতো। আশেপাশের তমলুক, কোলাঘাট এলাকার প্রায় 25 থেকে 30 টি গ্রামের বাসিন্দারা আনন্দ-উৎসবে মেতে উঠেছে।
আরও পড়ুন:- পাঁশকুড়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দ্বিতল মাটির বাড়ি , মৃত ১
আরও পড়ুন:- মেদিনীপুর সদরে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
এই রথযাত্রা কে কেন্দ্র করে সাতদিন ধরে চলবে মেলা এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। দোলের আগের দিন বাহারপোতা গ্রামজুড়ে প্রায় 15 টি সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়। তাই পাঁশকুড়া সহ পার্শ্ববর্তী এলাকার মানুষদের কাছে এই গ্রাম সত্যনারায়ন গ্রাম নামে পরিচিত।
Dol Utsav
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে দলের নির্দেশ না মেনে ভোটাভুটিতে পুরপ্রধান, রাজ্য নেতৃত্ব বহিষ্কার করতেই পদত্যাগ অদ্যুতের
আরও পড়ুন:- ঝাড়গ্রামের পুরপ্রধান ও উপ-পুরপ্রধান দুই পদেই মহিলা মুখ, নিলেন শপথ
দোলের দিন গ্রামের অতিষ্ঠ রাধাকৃষ্ণ বিগ্রহ কে রথে চড়ে খোল কর্তাল সহকারে গোটা গ্রাম প্রদক্ষিণ করা হয়। পাঁচ দিন পর ফেরত অনুষ্ঠিত হয়। বাহারপোতা গ্রাম কমিটির সদস্য নিখিল মাইতি বলেন বাহারপোতা গ্রামের ঐতিহ্যবাহী রথযাত্রা ও মেলাকে কেন্দ্র করে জাতি-ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই একসাথে আনন্দ উৎসবে সামিল হয়।
আরও পড়ুন:- শালবনীতে ল্যান্ডমাইন আতঙ্ক, মোতায়েন পুলিশ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Dol Utsav
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore