ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : হাতির পালকে সরানোর সময় মাস চারেক আগেই তার দেখা মিলেছিল এক রাতে রাস্তা পারাপারের সময়। তা নজরে এসেছিল চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডার। তিনি বিষয়টি অন্যান্য আধিকারিকদের বললেও প্রকাশ্যে যাতে না আসে তার জন্য গোপন রেখেছিলেন। তারপর থেকেই ওই এলাকায় বিশেষ নজরদারি ছিল বনকর্মীদের। এবার প্রকাশ্যে এলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দেখার পর।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সজারুর উপস্থিতি মেলে এবং তা দর্শন করেন বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রসহ অধ্যাপক। খবর যায় বনদপ্তরে। যাতে কেউ কোনো রকমে মেরে না ফেলে তার জন্য জোর নজরদারি শুরু করেছে বনদপ্তর। রবিবার ওই এলাকায় টহল চালায় বনকর্মীরা। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, মাস চারেক আগে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের কাছাকাছি একটি রাস্তায় রাতের বেলা দর্শন মিলেছিল।
Porcupine at Vidyasagar University


আরও পড়ুন : কুড়মিদের দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ, বিস্ফোরক মন্তব্য অজিত মাইতির
নিরাপত্তার স্বার্থে বিষয়টি প্রচার করা হয়নি। যাতে চোরা শিকারিরা তাকে মেরে না ফেলে। তবে পশ্চিম মেদিনীপুরে যে সজারুর উপস্থিতি এর আগেও মিলেছে তা মানছেন ওই আধিকারিক। তিনি বলেন, হুমগড়ের জঙ্গলেও দেখা গিয়েছে অনেকবার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর নিরাপদ আশ্রয় বলেই সজারু আশ্রয় নিয়েছে। সাধারণ মানুষজনদের কাছে আবেদন বিরল প্রজাতির প্রাণীদের হত্যা না করার।
আরও পড়ুন : তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব-এর ভাই বিক্রম অধিকারীর নামে এফআইআর করলেন বিধায়িকা শিউলি সাহা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Porcupine at Vidyasagar University
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper