Home » Dilip Ghosh : অনুব্রতর মত লোকদের দেখলে বোঝা যায় আইন কত দুর্বল অর্থ ও ক্ষমতার কাছে, মেদিনীপুরে বললেন দিলীপ ঘোষ

Dilip Ghosh : অনুব্রতর মত লোকদের দেখলে বোঝা যায় আইন কত দুর্বল অর্থ ও ক্ষমতার কাছে, মেদিনীপুরে বললেন দিলীপ ঘোষ

by Biplabi Sabyasachi
0 comments

Seeing people like Anubrat shows how weak the law is near money and power, said Dilip Ghosh in Medinipur.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “অনুব্রতর মত লোকদের দেখলে বোঝা যায় আইন কত দুর্বল অর্থ ও ক্ষমতার কাছে”, মেদিনীপুর শহরের কেরানীতলাতে রামনবমী অনুষ্ঠানের সূচনা উপলক্ষে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শহরের কেরানিতলা এলাকায় উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে অনুব্রত ইস্যুতে আদালত ও তার আইনের ব্যবহার নিয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে হাতি তাড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, জখম একাধিক, রাতভর পথ অবরোধ তুলতে হিমশিম খেল পুলিশ

Dilip Ghosh
নিজস্ব চিত্র

তিনি বলেন, “একজন ব্যক্তি সিবিআই-এর কাছে যাচ্ছে কি যাচ্ছে না, আজ না গেলেও কালকে যেতে হবে। কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। কিন্তু কীভাবে আমাদের আইনকে অপব্যবহার করা হচ্ছে প্রশ্নটা সেখানে। মানুষের কাছে আইনের স্তর যে কত নিচে করে দেওয়া হচ্ছে, আইনকে খেলো করে দেওয়া হচ্ছে-এই ঘটনা থেকে প্রমাণ হয়। যার কাছে টাকা পয়সা আছে, প্রভাব আছে সে আদালত ও আইনকে যা ইচ্ছা ভাবে ব্যবহার করতে পারে।

Dilip Ghosh

Advertisement

আজকে এই সমস্ত লোকেদের দেখলে বোঝা যায় যে আইন কত দুর্বল অর্থ ও ক্ষমতার কাছে। এটা আমাদের দেশের গণতন্ত্র ও আদালতের পক্ষে ঠিক নয়। সাধারণ মানুষ সমস্ত রাস্তা হারিয়ে ফেললে আদালতের কাছে যায়। আদালত যদি দুর্বলের পক্ষে না দাঁড়ায়, সবল অত্যাচারীকে যদি সাহায্য করে, তাহলে আমার মনে হয় মানুষের যে শেষ ভরসা আদালতের উপর সেটা নষ্ট হয়ে যাবে।”

পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন ইস্যুতে আদালতের ডিভিশন বেঞ্চের সঙ্গে বিচারকের যে সমস্যা সে বিষয়ে তিনি বলেন, “আদালতের বিচারপতি যেভাবে মন্তব্য করেছেন ডিভিশন বেঞ্চ নিয়ে, তাতে বোঝা যাচ্ছে কোথাও-না-কোথাও আদালতকে প্রভাবিত করা হচ্ছে। দুর্নীতি হয়েছে জেনে সবাই সিবিআই তদন্ত দাবি করছেন। তাতে বাধা দিচ্ছে আদালত। ন্যায়-এর রাস্তাটা বন্ধ করে দিচ্ছে ন্যায়ালয়। এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Dilip Ghosh

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.