Protests in Medinipur against the decision to cancel 50 per cent life-saving medicine in government hospitals
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজ্য জুড়ে হাসপাতালগুলিতে ৫০ শতাংশ জীবনদায়ী ঔষধ বাতিলের পথে হাঁটছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সম্মুখে বিক্ষোভ ও মেডিক্যাল সুপারকে ডেপুটেশন দিল সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। বুধবার মেদিনীপুর শহরের পাশাপাশি বেলদাতেও এই কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থী এবার কারা, বিভিন্ন নাম নিয়ে বাজার গরম সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের খেজুরি বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এল NIA
কোভিড মহামারী পরিস্থিতিতে যখন জনজীবন অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত, তখন এই সরকারি সিদ্ধান্ত প্রকৃত অর্থে চিকিৎসা ব্যবস্থাকে ব্যয়বহুল করে তুলবে দাবি সংগঠনের। ফলে গরিব সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে বলে মনে করছে সংগঠন। জীবনদায়ী ৬৪৪ টি ঔষধের তালিকা থেকে ৫০শতাংশ ঔষধ বাতিল করে বর্তমানে ৩৬১ টি ঔষধে নামিয়ে আনার প্রতিবাদে ও হাসপাতালের নানান সমস্যা সমাধানে বিক্ষোভ ডেপুটেশন।
Protests in Medinipur
আরও পড়ুন:- ফের সাফল্য খড়্গপুর শহর পুলিশের! চুরি যাওয়া সোনার অলঙ্কার উদ্ধার, ধৃত ২
আরও পড়ুন:- প্রার্থী ঘোষণার আগেই খড়্গপুর পুরসভায় তৃণমূলের দেওয়াল লিখন
উপস্থিত ছিলেন, ডাঃ প্রাণতোষ মাইতি, পঙ্কজ পাত্র, দীপক বসু, রতন মুখার্জি প্রমুখ। ডাঃ প্রাণতোষ মাইতি বলেন, “কোভিডে অর্থনৈতিক সঙ্কটজনক পরিস্থিতিতে রাজ্য সরকারের ৫০ শতাংশ জীবনদায়ী ঔষধ কমিয়ে আনার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
আরও পড়ুন:- লালগড়ে ল্যান্ডমাইন রেখে নাশকতার চেষ্টা, অভিযু্ক্ত গ্রেফতার
আরও পড়ুন:- পুরভোটে ‘ঘরের ছেলে’ আর ‘অভিভাবক’-এর লড়াই মেদিনীপুর শহরে
পাশাপাশি, এই হাসপাতালে আরো বেশি সংখ্যায় টিকিট কাউন্টার, ও ঔষধের কাউন্টার করতে হবে এবং USG-এর ডেট ও রক্ত পরীক্ষার রিপোর্ট দ্রুত দিতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপার দাবিগুলোর সাথে সহমত পোষণ করে সমাধানের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Protests in Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore