Road Accident
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ম্যাজিক গাড়ির চালকের। গুরুতর আহত আরও একজন। ঘটনাটি ঘটে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার বাগেরপুকুর এলাকায়। মৃত ব্যক্তির নাম গাবু মুর্ম্মু (36), বাড়ি শ্যামচক এলাকায়। দীর্ঘদিন ধরে গুড়গুড়িপালে শ্বশুরবাড়িতে থাকতেন। শনিবার ওই স্কুল বাসটি গুড়গুড়িপাল স্কুলের হোস্টেলের ছাত্রদের পিকনিকে নিয়ে গিয়েছিল মনিদহ পার্কে।
আরও পড়ুন:- কাঁথিতে শুভেন্দুর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে , শুরু রাজনৈতিক তরজা
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের
বাসটির মালিকের বাড়ি গুড়গুড়িপাল থানার রূপসাতে। পিকনিক থেকে ফিরে ছাত্রদের নামিয়ে বাসটি যাচ্ছিল রূপসা। তার এক কিলোমিটার আগে ধেড়ুয়ার দিক থেকে আসা যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সংঘর্ষ বাঁধে। ম্যাজিক গাড়িটি রাস্তার উপরেই উল্টে যায়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করেন। বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ম্যাজিক গাড়িতে কোনো যাত্রী না থাকায়। চালক ও আর এক জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
Road Accident
আরও পড়ুন:- দীঘায় এসে কাঁকাড়া খেয়ে মৃত্যু হল তরুণীর , চাঞ্চল্য এলাকায়
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার ওসি শঙ্খ চ্যাটার্জী ও পুলিশ কর্মীরা। ওসি নিজের গাড়িতে করেই আহত দুজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা ম্যাজিক গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। অন্যদিকে স্কুল বাসের চালক পলাতক।
আরও পড়ুন:- ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মেদিনীপুরে প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখনে তোড়জোড়
পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। স্থানীয়দের অভিযোগ বেহাল রাস্তার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ওই এলাকায় রাস্তা সারানোর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকতে পারে। এদিন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটকাতে প্রতিটি রাস্তার মোড়গুলিতে মোতায়েন ছিল পুলিশ।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক টেস্ট পরীক্ষায় অনুপস্থিত 20 শতাংশ ছাত্র-ছাত্রী
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: The driver of the Magic car was killed in a head-on collision with a school bus. Another seriously injured. The incident took place in the Bagerpukur area of Gurguripal police station in Medinipur Sadar block. The deceased was identified as Gabu Murmu, 36, of the Shyamchak area. He used to stay at his father-in-law’s house in Gurguripal for a long time. On Saturday, the school bus took the students of the Gurguripal school hostel to Manidaha Park for a picnic.
The bus owner’s house is in Rupsha of Gurguripal police station. Rupsha was taking the students back from the picnic and taking the bus. One kilometer before him, a passenger magic car coming from Dherua collided. The magic car overturned on the road. The locals rushed to the rescue. He escaped from a major accident because there were no passengers in the magic car. The driver and another passenger reports missing.
Gurguripal Police Station OC Sankh Chatterjee and police personnel rushed to the spot after receiving the news. The OC sent the two injured in his car to Medinipur Medical College and Hospital. On arrival at the hospital, the doctors declared the driver of the magic car dead. The identity of the seriously injured person not found. On the other hand, the driver of the school bus escaped.
Police seized the two vehicles. Locals complain that accidents often happen due to dilapidated roads. The administration has not taken any initiative to repair the road in the area. Police’s initial guess is that the driver of the car may have been under the influence of alcohol. Police were deployed at every turn at the intersection to prevent drunk driving.