Home » দিদি চাইলেও পর্ষদ বঞ্চনা করছে, অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভরত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

দিদি চাইলেও পর্ষদ বঞ্চনা করছে, অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভরত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

by Biplabi Sabyasachi
0 comments

Protest of TET Candidate

পত্রিক‍া প্রতিনিধি: দিদি চাইছেন নিয়োগ করতে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে না নিয়োগ করতে। এমনই অভিযোগ তুলে ২০১৪ সালের টেট (TET) উত্তীর্ণ প্রাথমিক চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা শাসক দপ্তরের সামনে। ‘আমরা বঞ্চিত’, আমরা উপেক্ষিত’, আমরা বিদ্যালয়ে পড়াতে চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়ে শিক্ষা পর্ষদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। মঞ্চের সভাপতি অচিন্ত্য ধাড়া (Achintya Dhara) বলেন, ‘দিদি চাইছেন নিয়োগ করতে, কিন্তু শিক্ষা পর্ষদ নিয়োগ না করে ঝুলিয়ে রাখছে। পর্ষদ আমাদের বঞ্চনা করছে। দিদির প্রতি আমাদের আস্থা আছে তিনি তাঁর প্রতিশ্রুতি রাখবেন এবং বেকার যন্ত্রণা থেকে মুক্তি দিবেন।’

আরও পড়ুন:- ‘বজ্ররোধী ছাতা’-র মডেল তৈরী করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে সাফল্য পূর্ব মেদিনীপুরের শ্রেয়কের

Rich results in Google SERP when searching For "Protest of TET Candidate"
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- গড়বেতায় পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩, আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে স্থানান্তরিত করা হলো কলকাতায়

মঞ্চের দাবি, ২০২০ তে মুখ্যমন্ত্রী (Chief Minister) ঘোষণা করেছিলেন টেট উত্তীর্ণ সমস্ত প্রশিক্ষিতদের ধীরে ধীরে চাকরি দেওয়া হবে। কিছু জন পেলেও এখনও অনেকে বঞ্চিত রয়েছে নিয়োগ থেকে। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে কয়েক’শ এমন চাকুরি প্রার্থী হাজির হয়েছিলেন। 2014 প্রাইমারি টেট (Primary TET) পাশ ট্রেন্ড নট ইনক্লুডেড একতা মঞ্চের ব্যানারে শহরে মিছিলও করে। বিক্ষোভকারী এক চাকরি প্রার্থী অদ্বৈত রানা বলেন, আমরা সকলেই প্রশিক্ষিত ২০১৪ সালের টেট পাশ করা চাকুরিপ্রার্থী। আদালতের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে মেধাতালিকা প্রকাশ করা হয় 12000 এর কিছু বেশি, শূণ্যপদ রয়েছে 20000। কিন্তু আট মাস কেটে গেলেও এখনও নিয়োগ করা হচ্ছে না। সম্প্রতি শিক্ষা সংসদের দপ্তরেও বিক্ষোভ দেখিয়েছেন চাকুরি প্রার্থীরা।

আরও পড়ুন:- ‘রঙ’ বদলালেও পশ্চিম মেদিনীপুরের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বদলাচ্ছে না প্রধান ও উপপ্রধান

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Protest of TET Candidate

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.