Demonstration at West Midnapore District Governor’s Office in protest of state government’s ‘Wine at Door’ project
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ‘দুয়ারে মদ’ প্রকল্প চালুর সিদ্ধান্ত রয়েছে রাজ্য সরকারের। এরই প্রতিবাদে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখাল এসইউসিআই দলের যুব সংগঠন ডিওয়াইও। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। এদিন সংগঠনের জেলা সভানেত্রী অনিন্দিতা জানা বলেন, এমনিতেই মদ ও মাদকদ্রব্যের প্রসারের ফলে ঘরে ঘরে অশান্তি, নারী নির্যাতন বেড়েই চলছে।
আরও পড়ুন:- ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’
আরও পড়ুন:- এগরায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর
আরও পড়ুন:- স্কুলে পঠনপাঠন চালুর দাবিতে পশ্চিম মেদিনীপুরে মিছিল শিক্ষক সমিতির
করোনা অতিমারীর মধ্যে মানুষের যখন অভাব অনটন, অশান্তি বেড়ে চলেছে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন রাজ্য সরকারের ই-রিটেইল-এর নামে কার্যত দুয়ারে দুয়ারে মদ পৌঁছে দেওয়ার এই পরিকল্পনা অত্যন্ত নিন্দনীয়। ই-রিটেইল প্রকল্প বাতিলের দাবিতে এদিন মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল করে। উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলা সভানেত্রী অনিন্দিতা জানা, টুম্পা গোস্বামী, শীর্ষেন্দু শাসমল।
Demonstration at West Midnapore
আরও পড়ুন:- দীঘায় সি-বিচে বসানো হচ্ছে সিসি ক্যামেরা, প্রতিনিয়ত নজরদারিতে প্রশাসন
আরও পড়ুন:- হাওড়া, পুরুলিয়া, দিঘা, শালিমার-সহ বিভিন্ন জায়গা থেকে ২৪ ট্রেন বাতিল রেলের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Demonstration at West Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: The state government has decided to launch the ‘Wine at the Door’ project. DYO, a youth wing of the SUCI party, staged a protest at the West Midnapore district governor’s office on Monday. The decision was taken by the state government to increase revenue. On the same day, the district president of the organization Anindita Jana said that as a result of the spread of alcohol and drugs, unrest and violence against women is increasing in the house.
The plan of the state government to deliver liquor in the name of e-retail is practically reprehensible when there is a shortage of people in Corona, unrest is on the rise, schools and colleges are closed. Demonstrators marched in Medinipur today demanding cancellation of the e-retail project. Also present were West Midnapore District President Anindita Jana, Tumpa Goswami, Shirshendu Shasmal.