CPM councilor opens support center at party office in Midnapore to assist government “Duare Sarkar” Camp
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পৌর নির্বাচনে ওয়ার্ডে জয়ী হয়ে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে আগত মানুষজনকে সহযোগিতা করতে দলের শাখা অফিসকেই বানালেন সহায়তা কেন্দ্র। মেদিনীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন সিপিএমের সৃজিতা দে বক্সী। বুধবার ফল প্রকাশের পর বৃহস্পতিবার ওই ওয়ার্ডে ছিল দুয়ারে সরকার শিবির। ওয়ার্ডের মানুষজনকে সহযোগিতা করতে পার্টি অফিসে বসে বিভিন্ন ফর্ম পূরণ করলেন সৃজিতা।
আরও পড়ুন:- মেদিনীপুর আদালত চত্ত্বরে বেআইনি বিষধর সাপের খেলা, বাধা দিতে গেলে আইনজীবীদের অসহযোগিতা, কামড় খেল সর্পবন্ধু
আরও পড়ুন:- এগরা পুরভোটে জয়ী বিজেপি প্রার্থীকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তিনি বলেন, “সরকার সবার, পরিষেবাও জনগণের টাকাতে। তাই রাজনৈতিক দল না দেখে মানুষের সেবায় সহযোগিতা করতে এসেছি।” মেদিনীপুর শহরের নারায়ণ বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ে এই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে ওয়ার্ডের কয়েক হাজার মানুষ ভিড় করেছিলেন বিভিন্ন পরিষেবার জন্য। ভিড় সামাল দিতে শাসক দলের কর্মীদের সেভাবে না দেখা গেলেও সিপিএম-এর পক্ষ থেকে সহযোগিতার শিবির খুলে বসতে দেখা গিয়েছে।
Duare Sarkar Camp
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে সবুজ ঝড়, ধরাশায়ী বিজেপি, সিপিএম, কংগ্রেস
আরও পড়ুন:- বিজেপি শূণ্য মেদিনীপুর পৌরসভা তৃণমূলের দখলে, আসন কমল কংগ্রেসের
সেখানে নেতৃত্ব দিচ্ছেন সদ্য জয়ী সিপিআইএমের কাউন্সিলর সৃজিতা দে বক্সী। স্থানীয় সিপিআইএমের ১০ নম্বর ওয়ার্ডের শাখা অফিসেই সহায়তা কেন্দ্র খোলা হয়। সৃজিতার দাবি, “আমার আপনার ট্যাক্সের পয়সায় এই পরিষেবা। মানুষের এই পরিষেবা নিতে যাতে কোনো অসুবিধা না হয় সেটা লক্ষ্য রেখেই জনপ্রতিনিধি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি।” স্থানীয় মানুষজন এই সহযোগিতা পেয়ে আপ্লুত।
আরও পড়ুন:- তমলুক , কাঁথি ও এগরায় জয় তৃণমূলের , জয়ের উল্লাসে দলীয় কর্মীরা
স্থানীয় বাসিন্দা সুমনা দাস বলেন, “আমি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে এসেছিলাম। সৃজিতা দিদির ক্যাম্প থেকে সহযোগিতা করে দিয়েছে। অনেক সুবিধা হয়েছে।” সিপিএমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৌরভ বসু। তিনি বলেন, “এই উদ্যোগকে সাধুবাদ জানাই। অন্তত এতদিন পরে বুঝেছেন মানুষের জন্য এটা দরকার।”
আরও পড়ুন:- নিম্নমানের কাজে ভেঙে গেল দাসপুরের নবনির্মিত বাঁধ, জল সংকটে কৃষকরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Duare Sarkar Camp
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore