Illegal sand smuggling
পত্রিকা প্রতিনিধি: অবৈধভাবে বালি ও মোরাম পাচার রুখতে জারি থাকবে অভিযান। জেলার বিভিন্ন নাকা চেকিং পয়েন্টগুলিতে থাকছেন সিনিয়র পুলিশ অফিসার। অবৈধ বালি পাচার রুখতে আরও জোরদার নজরদারি চলবে বলে জানান জেলা পুলিশ সুপার দীনেশ কুমার (Dinesh Kumar)। জেলায় অনুমতি না থাকলেও ঝাড়গ্রাম (Jhargram) ও বাঁকুড়া (Bankura) থেকে বালি নিয়ে যাচ্ছে লরিগুলি। জেলার বিভিন্ন নাকা চেকিংয়ে তাদের আটক করে দেখা হচ্ছে বৈধ কাগজপত্র। দেখা হচ্ছে গাড়ির কাগজও। ঝাড়গ্রাম থেকে ধেড়ুয়া হয়ে রাতের অন্ধকারে চলছে বালি গাড়ি। গুড়গুড়িপাল (Gurguripal)থানার কনকাবতীতে (Kankabati) নাকা চেকিংয়ে আটকে দেখা হচ্ছে কাগজপত্র। ওভারলোড (Overload) থাকলে গাড়িগুলিকে আটক করছে গুড়গুড়িপাল থানার পুলিশ।
আরও পড়ুন:- ফের পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা এলাকায় হাতির হানায় ভাঙল বাড়ি
আরও পড়ুন:- খড়্গপুর শহরে পুলিশি অভিযানে উদ্ধার মোবাইল ও সোনার গহনা, গ্রেপ্তার ৯
গত কয়েকদিনে বহু গাড়িতে ওভারলোড বালি থাকায় আটক করে জরিমানা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ওভারলোড থাকলে ভালো রকম জরিমানা করা হচ্ছে। তাতে সরকারের রাজস্ব বাড়ছে। তিনি জানান, জেলায় কোন বালি খাদান ও স্টক বালির জন্য সিও-র অনুমতি দেওয়া হয়নি। ফলে অবৈধ ভাবে বালি খাদান চললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ ভাবে বালি পাচার রুখতে পুলিশের গোয়েন্দা দফতরও সতর্ক। প্রতিটি থানায় বাড়ানো হয়েছে পুলিশের ইনফরমার। এক্ষেত্রে সময় মতো খবর না দেওয়া এবং কাজে গাফিলতির অভিযোগে জেলার দুই ভিলেজ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা পুলিশ।
আরও পড়ুন:- টিকাপ্রাপ্তদের শরীরে অ্যন্টিবডি কতখানি, মেদিনীপুর মেডিক্যাল কলেজের উদ্যোগে শুরু সমীক্ষা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Illegal sand smuggling
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore