বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চারিদিক থেকে শুনতে পাওয়া যাচ্ছিল গুলির শব্দ। ভয়ংকর ভাবে আতঙ্কের চিৎকার। রাস্তায় পড়ে রয়েছে একাধিক উল্টানো গাড়ি, ইট-পাটকেল। বাংলাদেশ থেকে ফিরে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন এক পড়ুয়া। পিংলার প্রত্যন্ত গ্রাম মলিগ্রাম থেকে বাংলাদেশ ডাক্তারি পড়তে গিয়েছিলেন দুই জন পড়ুয়া। তবে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছেন নিজেদের বাসভূমিতে। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। অন্যদিকে সামনেই রয়েছে ফাইনাল ইয়ার।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
তবে কি আবারো ফিরতে হবে এই ভয়ংকর পরিস্থিতিতে বাংলাদেশে, তা নিয়ে এখনো দুশ্চিন্তায় পড়ুয়া সহ তার পরিবার। চাইছেন ফিরতে।তবে গুলির শব্দ, ইট পাটকেল পড়ে থাকার ছবি চোখের সামনে এখনো ভাসছে। বাংলাদেশ থেকে ফিরে জানালেন একরাশ ভয়ংকর আতঙ্কের অভিজ্ঞতার কথা। বাবা ও মায়ের চোখে আতঙ্ক। আদৌ কি ফিরতে পারবে কলেজে? ডাক্তারি পড়া কি সম্পূর্ণ হবে তাদের, সে প্রশ্ন সকলের।
আরও পড়ুন : মেদিনীপুরে থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দিল সরকারি হোমের এক নাবালক
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
বাংলাদেশে চলেছিল কোটা বিরোধী আন্দোলন। শামিল হয়েছিল হাজারো হাজারো পড়ুয়া। রাজপথে মুখোমুখি পুলিশ এবং ছাত্র-ছাত্রীরা। তবে প্রথম দিন থেকেই হোস্টেলে বন্দি ছিল পড়ুয়ারা। পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্কুল কলেজ বন্ধের নির্দেশ জারি করা হয়। তখন পরিবারের সঙ্গে ইন্টারনেটের মধ্য দিয়ে কথা হতো। কিন্তু তারপর বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। আতঙ্ক বাড়ে পরিবারের। অবশেষে নিজেদের উদ্যোগে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফেরে পিংলা দুই পড়ুয়া।
পশ্চিম মেদিনীপুরের পিংলার মলিগ্রাম অঞ্চলের মৃগাঙ্ক মাইতির ছেলে দেবজিৎ মাইতি ফাইনাল ইয়ারের ছাত্র। বাংলাদেশের ঢাকা শহরের একটি কলেজে পাঠরত। সেই সঙ্গে বাড়ি ফিরেছে চতুর্থ বর্ষের ছাত্র সৈরিশ পন্ডিত ও। বাবা একজন শিক্ষক। পিংলার ২ পড়ুয়াকে কাছে পেয়ে খুশি পরিবারের সকলে। তবে চিন্তা বাড়ছে কবে কীভাবে কলেজে ফিরতে পারবে তারা? আদৌ কি সম্পূর্ণ হবে তাদের পড়াশুনো? সে প্রশ্ন প্রত্যেকের।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Potato Price Hike
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper